মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ২০ মে ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

সৌদিতে হজ করতে যাওয়া আরও এক বাংলাদেশির মৃতু্য

ম যাযাদি ডেস্কচলতি বছর সৌদি আরবে হজ করতে যাওয়া আরও এক বাংলাদেশির মৃতু্য হয়েছে। রোববার হজ বুলেটিনে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ৮৯ বছর বয়সি মো. মোস্তফা সৌদি আরবের মক্কায় মারা গেছেন।

ভোলার সদর উপজেলার বাসিন্দা মোস্তফা চলতি মাসের ১২ তারিখে জেদ্দায় পৌঁছান। এ নিয়ে হজ করতে যাওয়া দুজনের মৃতু্যর তথ্য দিল মন্ত্রণালয়। এর আগে নেত্রকোনার মো. আসাদুজ্জামান নামে একজন মদিনায় মারা যান গত বুধবার, তার বয়স হয়েছিল ৫৭ বছর।

হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ২৮ হাজার ৭৬০ জন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৭৪৭ জন; বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৫ হাজার ১৩ জন হজযাত্রী। মোট ৭২টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছেছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ হতে পারে।

ঢাকায় রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

যাযাদি রিপোর্ট

রাজধানীর যাত্রাবাড়ী থানার গ্রিন মডেল টাউন এলাকার ঝোপঝাড় থেকে এক যুবকের হাত-পা-চোখ বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশের ভাষ্য, কয়েকদিন আগে তাকে হত্যা করা হয়েছে। লাশটি ২০ বছর বয়সি রিকশাচালক নয়নের বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। নয়ন ব্যাটারিচালিত রিকশা চালাতেন, তার বাহনটি পাওয়া যায়নি। যাত্রাবাড়ীর থানার ওসি আবুল হাসান বলেন, 'মৃতদেহ অনেকটাই পঁচে গেছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুষ্কৃতকারীরা কয়েক দিন আগে তাকে হত্যা করে ফেলে গেছে।' সিআইডির ক্রাইম সিন ইউনিট প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে জানিয়ে তিনি বলেন, পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ওসি হাসান বলেন, নিহত ব্যক্তিকে নিজের ছেলে নয়ন বলে দাবি করেছেন রিনা বেগম নামে এক নারী। তিনি নিহতের স্যান্ডেল ও কোমরের বেল্ট দেখে প্রাথমিকভাবে শনাক্ত করেছেন। তিনি আরও বলেন, 'রিনা বেগম জানিয়েছেন, তার ছেলে নয়ন যাত্রাবাড়ীর শেখদি এলাকায় থাকত। সে ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিল। কয়েকদিন ধরে রিকশাসহ নিখোঁজ ছিল নয়ন। তার রিকশাটা পাওয়া যায়নি।'

ফারদিনের মৃতু্যতে অধিকতর প্রতিবেদনের নতুন তারিখ

ম যাযাদি রিপোর্ট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃতু্যর ঘটনায় দায়ের করা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ জুন দিন ধার্য করেছেন আদালত। রোববার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত এ তারিখ ধার্য করেন।

এদিন মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা দিতে পারেনি। এ জন্য বিচারক নতুন দিন ধার্য করেন।

২০২৩ সালের ১৬ এপ্রিল ডিবি পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে মামলার বাদী নুর উদ্দিন রানার নারাজির আবেদন মঞ্জুর করে সিআইডিকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত।

জানা গেছে, নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ২০২২ সালের ৭ নভেম্বর রাতে ফারদিনের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। ৯ নভেম্বর রাতে তার বাবা নুর উদ্দিন রানা বাদী হয়ে রামপুরা থানায় মামলা করেন। ময়নাতদন্তে

ফারদিনের মাথার বিভিন্ন অংশে এবং বুকের

ভেতরেও আঘাতের চিহ্ন পাওয়া যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে