প্রশ্ন সেতুমন্ত্রীর

জরাজীর্ণ বাসের মালিকরা লজ্জা কী পান না?

প্রকাশ | ২০ মে ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ওবায়দুল কাদের
রাজধানীতে চলা বাসের মান নিয়ে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'ঢাকা শহরে যে বাস চলে তার চেয়ে আফ্রিকার ছোট শহরের বাস সুন্দর।' রোববার রাজধানীতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আয়োজিত ঢাকা মেট্রোরেলের ব্রান্ডিং সেমিনারে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, 'কেন এত জরাজীর্ণ চেহারা! উত্তরের মেয়র, দক্ষিণের তাদের বলব, এই ব্যাপারটা (জরাজীর্ণ বাস) দেখা দরকার। আপনাদের কর্মপ্রয়াসের সঙ্গে এটি (জরাজীর্ণ বাস) সংগতিপূর্ণ নয়।' তিনি বলেন, ''বাংলাদেশকে স্মার্ট করতে হলে ঢাকাকে স্মার্ট করতে হবে। 'লিপ সার্ভিস' দিয়ে তো লাভ নেই।'' মেয়রদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, 'আমাকে সহযোগিতা করুন। যে বাসগুলো চলে, ভীষণ খারাপ লাগে।' বাস মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, 'এত আধুনিক মেট্রোরেল থেকে নেমে গরিব-গরিব, জীর্ণশীর্ণ বাস দেখতে কেমন লাগে। আমাদের মালিকেরা কি লজ্জা পান না? তারা কি বিদেশে যান না, দেখেন না?' পৃথিবীর কোন দেশে মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট রয়েছে- এমন প্রশ্ন তুলে মন্ত্রী বলেন, 'ভারতের মেট্রোরেলেও ভ্যাট নেই। তাহলে আমরা কেন ১৫ শতাংশ ভ্যাট বসাব?' মেট্রোরেল আমাদের সম্পদ। ২০৩০ সালে ছয়টি এমআরটি লাইনের কাজ শেষ হবে। এগুলোর মধ্যে দুটিই পাতালরেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পরিকল্পনা, ঢাকা সেটারই অবিচ্ছেদ্য অংশ।' মেট্রোরেলে ভ্যাট বসানোর সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে পুনর্বিবেচনা করতে তিনি অনুরোধ জানিয়েছেন বলে জানান। ব্র্যান্ডিং সেমিনারে অতিথিদের আমন্ত্রণ নিয়ে সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, 'সামনে যারা বসে আছেন, তারা বেশির ভাগই আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তা। কিন্তু যাদের কাছে ব্র্যান্ডিংয়ের দরকার, তারা নেই। তিন লাখ যাত্রী প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল আসছেন। মতিঝিল থেকে উত্তরা যাচ্ছেন। এখানে তাদের কাউকে রাখা দরকার ছিল।' মেট্রোরেলের ওপর ভ্যাট বসানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। তিনি বলেন, '১৫ শতাংশ ভ্যাট ধরা হলে ডিএমটিসিএলের ওপর চাপ বাড়বে। তখন এটা যাত্রীদের কাছ থেকে আদায় করতে হবে।' এম এ এন সিদ্দিক আরও বলেন, 'এর আগে মেট্রোরেলে ভ্যাট বসানো হয়েছিল। তখন কথা বলে জুন পর্যন্ত স্থগিত রাখা হয়। এখন সেটা আবার ১ জুলাই থেকে কার্যকরের কথা বলা হচ্ছে। যদি ভ্যাট দিতে হয়, তাহলে এটি যাত্রীর দিতে হবে। তাই এটি রিভিউ করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।' মেট্রোরেল চালু করার পর থেকে এ পর্যন্ত বিদু্যতের দাম তিনবার বেড়েছে। কিন্তু মেট্রোরেলের ভাড়া বাড়ানো হয়নি। এখন ভ্যাট যুক্ত হলে ভ্যাটের টাকা যাত্রীদের দিতে হবে। মেট্রোরেলের পক্ষে সেটি বহন করা সম্ভব নয়। ফলে মেট্রোরেলের ভাড়া বেড়ে যাবে বলে অনুষ্ঠানে জানানো হয়। উত্তরা থেকে টঙ্গী যেতে মেট্রোর ৫ স্টেশন হবে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত বাড়ানো হচ্ছে মেট্রোরেল লাইন-৬ এর পথ। এ অংশে নতুন করে যুক্ত হবে আরও পাঁচটি স্টেশন। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, রুটটি বর্তমানে মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। এখন মেট্রোরেল কর্তৃপক্ষ উত্তরা উত্তর স্টেশন থেকে টঙ্গী রেলস্টেশন পর্যন্ত কাজ সম্প্রসারণের প্রক্রিয়া শুরু করেছে। এ রুটের কাজ শেষ হলে মেট্রোরেল অতিরিক্ত পাঁচ লাখ যাত্রী পরিবহণ করতে পারবে বলে জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক। উত্তরা উত্তর থেকে টঙ্গী রেলস্টেশন পর্যন্ত এ রুটের দৈর্ঘ্য হবে ৭ দশমিক ৫ কিলোমিটার। এ রুটে হবে নতুন পাঁচটি স্টেশন দিয়াবাড়ি বাজার, সোনারগাঁও জনপথ রোড পূর্ব, পশ্চিম, টঙ্গী বাজার ও টঙ্গী রেলস্টেশন। সেমিনারে উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উলস্নাহ নুরী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি প্রমুখ।