রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১
ঝিনাইদহ-১ উপনির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে নায়েব আলী জোয়ার্দ্দার

ঝিনাইদহ প্রতিনিধি
  ১৯ মে ২০২৪, ০০:০০
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে নায়েব আলী জোয়ার্দ্দার

ঝিনাইদহ-১ (শৈলকুপা উপজেলা) আসনে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দার। শনিবার দুপুরে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তার মনোনয়নপত্র প্রত্যাহার করায়

নৌকার প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দারের বিজয়ের পথে আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকল না। এর আগে প্রার্থিতা প্রত্যাহার করেন খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামী। এ আসনে নির্বাচনে লড়তে চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে এজনকে বাদ দেওয়া হয়। বাকি দুইজন প্রত্যাহার করে নেওয়ায় নৌকার প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দার নির্বাচিত হবেন বলে নির্বাচন অফিস থেকে জানানো হয়েছে।

এ নিয়ে ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান বলেন, আজ রোববার সকালে এ বিষয়ে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিক জানানো হবে।

এর আগে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের নেতৃত্বে দলের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ঝিনাইদহের তিন সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী, সালাহ উদ্দিন মিয়াজী ও আনোয়ারুল আজিম আনার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যসহ ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের দুই প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দার ও নজরুল ইসলাম দুলালসহ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেন, 'যেহেতু নৌকা প্রতীকে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং দলেরই অপর এক নেতা স্বতন্ত্রপ্রার্থী হয়েছেন সেজন্য স্বতন্ত্রপ্রার্থী নজরুল ইসলাম দুলালকে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ করেছিলাম। তিনি সাড়া দিয়ে তা গ্রহণ করেছেন।'

এদিকে জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থিতা প্রত্যাহার করে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল বলেন, 'পারিবারিকভাবেই সিদ্ধান্ত নিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলাম। এখানে কোনো দলীয় চাপ নেই। এ সময় তিনি উপজেলার সব মানুষকে দ্বন্দ্ব সংঘাত পরিহার করতে আহ্বান জানান।'

উলেস্নখ্য, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই ১৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে তফশিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে