রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১
রংপুর সদর উপজেলা নির্বাচন

জমে উঠেছে আ'লীগের ৫ প্রার্থীর ভোটযুদ্ধ

রংপুর প্রতিনিধি
  ১৮ মে ২০২৪, ০০:০০
জমে উঠেছে আ'লীগের ৫ প্রার্থীর ভোটযুদ্ধ

রংপুরের সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের পাঁচজন নেতা প্রার্থী হওয়ায় দলটির নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। নির্বাচনে দলটির মধ্যে ভোট ভাগাভাগি হবে।

একই পদে জাতীয় পার্টি, বিএনপি ও নির্দলীয় প্রার্থী একজন করে রয়েছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী ভোটের মাঠে নেমেছেন।

বিভিন্ন দলীয় সূত্র জানায়, এবার নির্বাচনে আওয়ামী লীগের ৫ চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এরা হলেন- রংপুর মহানগর শাখার আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন (হেলিকপ্টার), জেলা সদস্য অ্যাডভোকেট ফিরোজ কবীর গুঞ্জন (দোয়াত কলম), জেলা সদস্য জাহাঙ্গীর আলম বকসি (টেলিফোন), জেলা সদস্য আমিনুর রহমান (ঘোড়া) ও জেলা ছাত্রলীগ সভাপতি এসএম সাব্বির আহমেদ (কাপ পিরিচ)। এছাড়া বিএনপির আব্দুল কাইয়ুম যাদু (মোটর সাইকেল), নির্দলীয় ইকবাল হোসেন (আনারস) ও জাতীয় পার্টির একক প্রার্থী রয়েছেন।

সাধারণ ভোটাররা জানান, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৫ প্রার্থী হওয়ায় দলের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। দলের নেতাকর্মী ও সমর্থকরা পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করছেন। তবে ডা. দেলোয়ার হোসেনের পক্ষে মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমের নেতৃত্বে দলীয় লোকজনকে ভোটের মাঠে কাজ করতে দেখা গেছে। প্রার্থীরা নিজ নিজ দলীয় লোকজন নিয়ে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। চায়ের দোকানে চলছে ভোটারদের মধ্যে তর্ক-বিতর্ক।

আওয়ামী লীগের রংপুর মহানগর শাখার আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন (হেলিকপ্টার), জেলা সদস্য আমিনুর রহমান (ঘোড়া) ও নির্দলীয় ইকবাল হোসেনের (আনারস) মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস দিয়েছেন সাধারণ ভোটাররা।

আওয়ামী লীগের মহানগর শাখার আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন বলেন, দলীয় প্রতীক না থাকায় দলের অনেকে প্রার্থী হয়েছেন। দলের নেতাকর্মী ও সমর্থকরা প্রত্যেকের পছন্দের প্রার্থীকে বেছে নিয়েছেন। নেতাকর্মীরা বিভক্ত হলেও দলে কোনো বিভেদ নেই। শান্তিপূর্ণভাবে প্রচার চলছে।

এদিকে, ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক মহিউদ্দিন মখদুমি, ফজলার রহমান, তারেক উদ্দিন, মাসুদার রহমান মিলন, স্বাধীন বর্মণ, শহিদার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান কাজলী বেগম, চায়না বেগম ও আরজিনা বেগম ভোট যুদ্ধে অংশ নিয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে রংপুর সদর উপজেলায় ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটার রয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৭১০ জন। এর মধ্যে পুরুষ ৭০ হাজার ৯ জন ও মহিলা ৬৭ হাজার ৭০১ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে