শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

খুলনায় কলেজছাত্র হত্যায় একজনের মৃতু্যদন্ড

যাযাদি ডেস্ক
  ১৬ মে ২০২৪, ০০:০০
খুলনায় কলেজছাত্র হত্যায় একজনের মৃতু্যদন্ড

যশোরের অভয়নগরে চাঞ্চল্যকর কলেজছাত্র নুরুজ্জামান বাবু হত্যা মামলায় পলাতক আসামি মো. রাজ্জাক পাটোয়ারীকে মৃতু্যদন্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় খুলনা বিভাগীয় দ্রম্নত বিচার ট্রাইবু্যনালের বিচারক মো. মতিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

খুলনা বিভাগীয় দ্রম্নত বিচার ট্রাইবু্যনালের বেঞ্চ সহকারী মো. মাজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আসামি পলাতক থাকায় স্বেচ্ছায় আত্মসমর্পণ কিংবা পুলিশের হাতে গ্রেপ্তারের দিন থেকে এ সাজা কার্যকর হবে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০২০ সালের ১ জুন রাতে কলেজছাত্র নুরুজ্জামান বাবুকে তার বাড়ির পাশের আমবাগানে ডেকে অচেতন করে আসামিরা। এরপর চোখ বেঁধে তাকে অভয়নগরের পুড়াখালী গ্রামের সরকারি বাওড়ের পাশে নিয়ে দড়ি দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৪ জুন অভয়নগর থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে বুধবার খুলনা বিভাগীয় দ্রম্নত বিচার ট্রাইবু্যনালের বিচারক মো. মতিয়ার রহমান আসামি রাজ্জাক পাটোয়ারীকে এ দন্ড দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে