জাবির ডিন নির্বাচনে জয়ী হলেন যারা

প্রকাশ | ১৬ মে ২০২৪, ০০:০০

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছয়টি অনুষদের ডিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে উপাচার্যের সমর্থনপুষ্ট আওয়ামীপন্থি শিক্ষকদের প্যানেল 'বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ' থেকে চার জন, বিএনপিপন্থি শিক্ষক ও আওয়ামী লীগের একাংশের সংগঠন 'শিক্ষক ঐক্য পরিষদ' থেকে একজন এবং একটি অনুষদে স্বতন্ত্র প্রার্থী চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে রিটার্নিং কর্মকর্তা ও রেজিস্ট্রার আবু হাসান বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে কলা ও মানবিকী অনুষদে ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মোজাম্মেল হক। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইতিহাস বিভাগের অধ্যাপক আরিফা সুলতানা পেয়েছেন ৬০ ভোট। গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে বিএনপিপন্থি প্রার্থী গণিত বিভাগের অধ্যাপক আবদুর রব ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ আহমদ ৫৭ ভোট পেয়েছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী রসায়ন বিভাগের অধ্যাপক তপন কুমার সাহা ২৫ ভোট পেয়েছেন। জীববিজ্ঞান অনুষদে ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উপাচার্যপন্থি প্রার্থী উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক নূহু আলম। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ পেয়েছেন ৪১ ভোট। সমাজবিজ্ঞান অনুষদে ৫৮ ভোট পেয়ে ডিন নির্বাচিত হয়েছেন উপাচার্যপন্থি প্রার্থী সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অর্থনীতি বিভাগের অধ্যাপক খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম পেয়েছেন ৪২ ভোট। এছাড়া বিজনেস স্টাডিজ অনুষদে মার্কেটিং বিভাগের অধ্যাপক নিগার সুলতানা এবং আইন অনুষদে আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক তাপস কুমার দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিন নির্বাচিত হয়েছেন। এর আগে, সর্বশেষ ২০১৬ সালের ১০ মে ডিন নির্বাচন অনুষ্ঠিত হয়।