শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

আইইউবিএটি'র প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. আলিমউল্যা মিয়ানের সপ্তম মৃতু্যবার্ষিকী পালন

  ১৪ মে ২০২৪, ০০:০০
আইইউবিএটি'র প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. আলিমউল্যা মিয়ানের সপ্তম মৃতু্যবার্ষিকী পালন

ঢাকার উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের সপ্তম মৃতু্যবার্ষিকী ১০ মে পালিত হয়।

এ উপলক্ষে আইইউবিএটি ক্যাম্পাসে কোরআন খতম ও দোয়া মাহফিল এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ দিন সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রবসহ বিভিন্ন বিভাগের ডিন, চেয়ার, ডিরেক্টর, কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অ্যালামনাইরা ড. মিয়ানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তারা আইইউবিএটি'র মসজিদে বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন।

বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ড. মিয়ানের জীবন ও অবদান নিয়ে উন্মুক্ত আলোচনা ও স্মৃতিচারণের আয়োজন করা হয়। আয়োজনে সভাপতির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব।

অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান ১৫ ফেব্রম্নয়ারি ১৯৪২ সালে কুমিলস্না জেলায় জন্মগ্রহণ করেন এবং ২০১৭ সালের ১০ মে ইন্তেকাল করেন। পারিবারিকভাবে অধ্যাপক মিয়ান একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং মরহুম বীর প্রতীক কর্নেল সফিক উল্যার ছোট ভাই। অধ্যাপক মিয়ান ১৯৯১ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠা করেন দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি।

অধ্যাপক ড. মিয়ান ২০১৭ সালের ১০ মে চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে