সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৪ মে ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
হালুয়াঘাট সীমান্তে হাতির আক্রমণে কৃষকের মৃতু্য ম হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃতু্য হয়েছে। সোমবার ভোর রাতে উপজেলার সীমান্তবর্তী ধোপাজুরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলতাফ উদ্দিন (৭০) উপজেলার বানাইচিরিঙ্গিপাড়া এলাকার মৃত জাফর আলীর ছেলে। নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কৃষক আলতাফ উদ্দিন তার বাড়ির ৪০০ মিটার দূরে ধোপাজুরি পাহাড়ের ঢালে বোরো ক্ষেতের পাকা ধান কেটে রাখেন। রোববার রাতে ছেলে হানিফকে নিয়ে ক্ষেত পাহারা দিতে যান তিনি। সোমবার ভোরে কয়েকটি বন্য হাতির পাল ক্ষেতের ধান খাওয়া শুরু করে। এসময় হানিফ দৌড়ে পালিয়ে আসতে পারলেও আলতাফ উদ্দিনকে হাতি গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়রামকুড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জামিন হয়নি মিল্টন সমাদ্দারের ম যাযাদি ডেস্ক বিতর্কিত সমাজকর্মী ও চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রাজধানীর মিরপুর থানায় দায়ের করা মানবপাচার আইনের মামলায় আদালত এ আদেশ দেন। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালতে মিল্টন সমাদ্দারের পক্ষে আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এই জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেন। মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক সাইফুল ইসলাম এ তথ্য জানান। মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে গত ১ মে মিরপুর মডেল থানায় মামলাটি করেন ধানমন্ডির বাসিন্দা এম রাকিব। গত ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। গত ২ মে প্রতারণার আশ্রয় নিয়ে জালজালিয়াতির মাধ্যমে মৃতু্য সনদ তৈরির মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৫ মে মানবপাচার আইনের মামলায় আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৯ মে রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। ঢাকার জেলা রেজিস্ট্রার অহিদুলকে সাময়িক বরখাস্ত ম যাযাদি রিপোর্ট দুর্নীতির অভিযোগে হওয়া মামলার পরিপ্রেক্ষিতে ঢাকার জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আইন মন্ত্রণালয়। এতে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের ঢাকা-১ এর সমন্বিত জেলা কার্যালয়ের মামলা থেকে মেট্রো বিশেষ মামলায় ঢাকার জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলামের বিরুদ্ধে গত ৩০ এপ্রিল অভিযোগপত্র গৃহীত হয়। একই তারিখে তাকে হাজতে পাঠানো হয়। তাই সরকারি চাকরি আইন অনুযায়ী ওই তারিখ থেকে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। প্রজ্ঞাপনে বলা হয়, সাময়িক বরখাস্তকালে অহিদুল ইসলাম নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক ভাতাসহ অন্য সুবিধা পাবেন।