এখনো ভিসা জটিলতায় ২০ সহস্রাধিক হজযাত্রী

প্রকাশ | ১২ মে ২০২৪, ০০:০০

বিশেষ প্রতিনিধি
হজযাত্রা শুরু হলেও এখনো ভিসা জটিলতায় রয়েছেন ২০ হাজারের বেশি ধর্মপ্রাণ হজযাত্রী। শনিবার ভিসা ইসু্যর সময়সীমা পার হয়েছে। সৌদি আরবে হজ কার্যক্রম শুরু হওয়ায় এখন সৌদি হজ মন্ত্রণালয় ব্যস্ত। এ অবস্থায় সৌদি সরকার তৃতীয় দফায় সময় বাড়াবে কি না, তা নিশ্চিত নয়। তারপরও সময় বাড়াতে আবেদন করেছে ধর্ম মন্ত্রণালয়। এ বিষয়ে হজ পরিচালক মুহম্মদ কামরুজ্জামান বলেছেন, কয়েকটি এজেন্সির অতি মুনাফা অর্জনের কারণেই এবার শুরুতেই হজ কার্যক্রমে দুর্দশা চলছে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, সৌদিতে হজযাত্রীদের বাড়ি ভাড়ার জন্য সঠিক সময় এজেন্সি মালিকদের ভিসা নিশ্চিত করতে পারেনি ধর্ম মন্ত্রণালয়। তিনি আশা প্রকাশ করে জানান, শেষ পর্যন্ত সবাই পবিত্র হজ পালন করতে পারবেন। ভিসা জটিলতা দ্রম্নত শেষ করতে সরকার কাজ করছে। উলেস্নখ্য গত বৃহস্পতিবার থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়েছে। আশকোনার হজ ক্যাম্পের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট মুসলিস্নরা। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর ৮৩ হাজার ২১৮ জন হজে যেতে নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩২৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮ হাজার ৮৯৫ জন হজ পালনের জন্য নিবন্ধন করেছেন।