বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

উত্তরা ইউনিভার্সিটিতে অ্যালামনাইদের নিয়ে 'কফি উইথ এসওবি অ্যালামনাই' অনুষ্ঠিত

  ১১ মে ২০২৪, ০০:০০
উত্তরা ইউনিভার্সিটিতে অ্যালামনাইদের নিয়ে 'কফি উইথ এসওবি অ্যালামনাই' অনুষ্ঠিত

শুক্রবার উত্তরা ইউনিভার্সিটির অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্সের উদ্যোগে ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে দুপুর ৩টায় উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অ্যালামনাইদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে 'কফি উইথ এসওবি অ্যালামনাই' অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা এবং বিশেষ অতিথি ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী। আরও উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন প্রফেসর ড. এ এস এম শাহাবুদ্দিন, কাজি তারেক উলস্নাহ, চেয়ারম্যান ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন।

উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের থেকে গ্র্যাজুয়েশন সমাপ্ত করে বাংলাদেশসহ আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যারা মেধার স্বাক্ষর রেখে যাচ্ছেন এ রকম ১৫ জন অ্যালামনাইকে নিয়ে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উত্তরা ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সোনিয়া রেজিনা ও অ্যালামনাই সদস্য খাইরুল ইসলাম সাজিন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন, আলো এডুকেশন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে