বাপাউবো'র নবনিযুক্ত উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তাদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশ | ১০ মে ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
পানি ভবনের সভাকক্ষে ৮ এপ্রিল নবনিযুক্ত ১৫জন উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তাদের (যান্ত্রিক/বিদু্যৎ) ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) ও মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী এ কে এম তাহমিদুল ইসলাম উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। এছাড়া নবাগত কর্মকর্তাদের উদ্দেশ্যে বিশেষ অতিথি হিসেবে বাপাউবোর তথ্য উপাত্ত সম্পর্কে অবহিত করে বক্তব্য রাখেন অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) ও যুগ্ম সচিব, কাজী নজরুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন) মো. এনায়েত উলস্নাহ, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, নকশা ও গবেষণা) প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবনিযুক্ত কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপ-সহকারী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তি