বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

রোববারও সময়মতো ছাড়েনি ট্রেন যাত্রীদের ভোগান্তি

যাযাদি ডেস্ক
  ০৬ মে ২০২৪, ০০:০০
গাজীপুরের জয়দেবপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনার ৩১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হলেও কাটেনি রেলের শিডিউল বিপর্যয়। তাই রোববারও কমলাপুর থেকে দেরিতে ছেড়েছে ট্রেন। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা -ফোকাস বাংলা

গাজীপুরের জয়দেবপুরে তেলবাহী ওয়াগন ও যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনার ৩১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হলেও রেলের শিডিউল বিপর্যয় কাটেনি। রোববারও কমলাপুর থেকে দেরিতে ছেড়েছে ট্রেন। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

রোববার দুপুরে ঢাকা রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় ছাড়ার কথা থাকলেও ট্রেনটি তখন স্টেশনে এসে পৌঁছায়নি। রংপুর এক্সপ্রেস সকাল ৯টা ১০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি ছাড়ার সম্ভাব্য সময় দেওয়া হয় সন্ধ্যা ৭টা ৫ মিনিটে। রাজশাহী কমিউটার দুপুর ১২টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ছেড়ে যায়নি।

এ ছাড়া মোহনগঞ্জ এক্সপ্রেস দুপুর ১টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি ছেড়ে যায় ২টা ৪০ মিনিটে। বেশ কিছু ট্রেন দেরিতে ছাড়ার কারণে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ যাত্রীদের। দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করে বিরক্তি প্রকাশ করেন অনেকে।

রংপুরগামী যাত্রী আলিম হাসান বলেন, 'সকাল থেকে স্টেশনে বসে আছি। এখন শুনি ট্রেন ছাড়বে সন্ধ্যা ৭টায়। এই গরমে কতক্ষণ বসে থাকা যায়। এখন তো মনে হচ্ছে ট্রেন এলেও ৭টায় ছাড়বে কি না কে জানে!'

রাজশাহী কমিউটার ট্রেনের যাত্রী সুজাত খন্দকার বলেন, 'দুপুর ১২টা ২০ মিনিটে ট্রেন ছাড়ার কথা। এখনও বলতে পারছি না কখন ট্রেন ছাড়বে।'

এদিকে আজ থেকে ট্রেনের শিডিউল ঠিক হয়ে যাবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, 'দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত। গাজীপুরের দুর্ঘটনার কারণে উত্তরাঞ্চলের কিছু ট্রেন দেরিতে ছাড়ছে। শুধু রংপুর এক্সপ্রেসের শিডিউল বিপর্যয় হয়েছে। সোমবার থেকে সব ঠিক হয়ে যাবে আশা করছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে