বাগেরহাটের মোরেলগঞ্জে বসতবাড়ির মুরগির ঘর থেকে সাত ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভিলেজ টাইগার রেসপন্সটিম উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পিসি বরইখালী গ্রামের মহসিন হাওলাদারের মুরগির ঘর থেকে সাপটি উদ্ধার করে। নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, গৃহকর্তা মহসিন হাওলাদারের মুরগির ঘরে অপ্রত্যাশিত ডাকা ডাকিতে মুরগির ঘরের কাছে যেতেই দেখেন ঘরের মধ্যে বিশাল এক অজগর। বিষয়টি স্থানীয়ভাবে ভিলেজ টাইগার রেসপন্সটিমকে জানালে টিম লিডার মো. বারেক হাওলাদার এসে অজগরটি উদ্ধার করেন। বর্তমানে তীব্র তাপদাহ ও খাদ্য সংকটের কারণে পার্শ্ববর্তী সুন্দরবন থেকে বন্যপ্রাণী প্রায়ই লোকালয়ে প্রবেশ করছে। তাই সুন্দরবন সংলগ্ন গ্রামবাসীকে তিনি সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন।
শুক্রবার বিকালের দিকে সাপটিকে পূর্ব-সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়। এ বিষয়ে ধানসাগর ফরেস্ট অফিসের ইনচার্জ আব্দুল বাসেত বলেন, 'অজগর সাপটি ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে আমরা গ্রহণ করে গুলিশাখালী টহল ফাঁড়ির সুন্দরবনে অবমুক্ত করি।'