যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী 'টাইমস হায়ার অ্যাডুকেশন (টিএইচই)' সম্প্রতি এশিয়া মহাদেশের বিশ্ববিদ্যালয়গুলোরর্ যাংকিং তালিকা প্রকাশ করেছে। শিক্ষা ও গবেষণার মান, শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী অনুপাত, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ ১৮টি পারফরম্যান্স সূচকের ওপর ভিত্তি করে প্রকাশিত আন্তর্জাতিকর্ যাংকিংয়ের এই তালিকায় বাংলাদেশের মধ্যে যৌথভাবে সেরা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এশিয়া মহাদেশের ৩১টি দেশের মোট ৭৩৯টি বিশ্ববিদ্যালয়
নিয়ে এবারেরর্ যাংকিং তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।
প্রকাশিত তালিকায় এশিয়া মহাদেশের মধ্যে টানা পঞ্চমবারের মতো প্রথম ও দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে চীনের শিংহুয়া পিকিং ইউনিভার্সিটি। এ ছাড়াও এবার তৃতীয় অবস্থানে আছে- ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর। সেরা ১০ ইউনিভার্সিটির মধ্যে রয়েছে- চীনের পাঁচটি, হংকং ও সিঙ্গাপুরের দুটি করে এবং জাপানের একটি। তালিকায় প্রথম ৩০০টির মধ্যে দেশের কোনো বিশ্ববিদ্যালয় না থাকলেও পরবর্তী ৩০০টির মধ্যে ৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
এ বছর ৩০১-৩৫০র্ যাংকিংয়ের মধ্যে রয়েছে- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ৩৫১-৪০০ এর মধ্যে রয়েছে- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। তালিকার ৪০১-৫০০ এর মধ্যে রয়েছে- ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। এ ছাড়া ৫০১-৬০০ এর মধ্যে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ বছর দেশের মধ্যে শীর্ষে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কোর যথাক্রমে শিক্ষায় ২৮ দশমিক ৯, গবেষণার পরিবেশে ১০ দশমিক ৯, গবেষণার মানে ৬৩ দশমিক ০১, শিল্পে ১৯ দশমিক ৫ এবং আন্তর্জাতিক আউটলুকে ৪৯ দশমিক ৭।
এদিকের্ যাংকিংয়ে দেশসেরা হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক এবং অক্সফোর্ড, ক্যামব্রিজ ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, 'আন্তর্জাতিকর্ যাংকিংয়ে দেশসেরা হওয়া আমাদের জন্য বড় পাওয়া। গতবারের ন্যায় এবারওর্ যাংকিংয়ে গৌরব অর্জন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক-শিক্ষার্থীদের ইতিবাচক প্রচেষ্টার ফল। এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য বিদেশি স্কলারদের শিক্ষাকাজে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিতে হবে।'
তিনি আরও বলেন, গবেষণা সেল গঠনের মাধ্যমে পারস্পরিক জ্ঞান আদান-প্রদানের ভিত্তিতে তরুণ গবেষক তৈরি করতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা প্রকাশনার জন্য ইউনিভার্সিটি প্রেস প্রতিষ্ঠাও এখন সময়ের দাবি।
এদিকে এমন গৌরবময় অর্জনে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম। এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে প্রথম স্থান লাভ করায় আমরা আনন্দিত। শিক্ষা, গবেষণা, কোর্স কারিকুলাম, শিক্ষা সহায়ক কার্যক্রম ইত্যাদি তথ্য-উপাত্ত দিয়ে সহকর্মীদের সক্রিয় সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামীতে এশীয় এবং বিশ্বর্ যাংকিংয়ে জাবি আরও সম্মানজনক স্থান লাভ করবে।
এ বছর এশিয়া মহাদেশেরর্ যাংকিং তালিকায় বাংলাদেশের মোট ২১টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ৯টি বিশ্ববিদ্যালয়েরর্ যাংকিং মান প্রকাশ করা হয়েছে। এর আগে, গত বছর টাইমস হায়ার অ্যাডুকেশন (টিএইচই) প্রকাশিত আন্তর্জাতিকর্ যাংকিং তালিকায়ও দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।