বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ | ০১ মে ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার-২০২৪ ফ্যালকন হল, ঢাকা সেনানিবাসে মঙ্গলবার অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সেমিনারে চেয়ারম্যান হিসেবে উপস্থিত থেকে ফ্লাইট সেফটি ট্রফি বিতরণ করেন।
বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাশারকে 'আন্তঃ ঘাঁটি ফ্লাইট সেফটি ট্রফি' এবং ১১নং বহর কে ২০২৩ সালে সর্বোচ্চ নিরাপদ উড্ডয়ন ঘণ্টা অর্জনের জন্য 'আন্তঃ বহর খাদেমুল বাশার ফ্লাইট সেফটি ট্রফি' প্রদান করা হয়। এছাড়া এ বছর সেরা বিমান প্রকৌশল বহর হিসেবে বিমান বাহিনী ঘাঁটি বাশারের বিমান প্রকৌশল বহরকে 'বেস্ট এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং স্কোয়াড্রন ট্রফি' প্রদান করা হয়। অনুষ্ঠানে বিমান সদর ও বিমান বাহিনীর ঘাঁটিসমূহের মনোনীত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিমান সেনারা উপস্থিত ছিলেন। অন্যান্য সদস্য ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন। আইএসপিআর