শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

যাযাদি রিপোর্ট
  ৩০ এপ্রিল ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

বঙ্গবন্ধু হত্যাকান্ড

প্রতিরোধ যোদ্ধাদের

স্বীকৃতি দিতে কমিটি

ম যাযাদি রিপোর্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদকারীদের শনাক্ত করে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে পাঁচ সচিবের সমন্বয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ একটি রিটের চূড়ান্ত শুনানি নিয়ে এ রায় দেয়।

কমিটির পাঁচ সচিব হলেন- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, সমাজকল্যাণ সচিব ও অর্থ সচিব। কমিটিকে আগামী ৪ আগস্ট আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট বাকির উদ্দিন ভূঁইয়া। সঙ্গে ছিলেন আইনজীবী কাজী তামান্না ফেরদৌস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

রিট আবেদনে বলা হয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়। ওই হত্যাকান্ডের পর সে সময়ের সামরিক সরকার মিছিল-মিটিং বন্ধ করে দেয়। তা সত্ত্বেও নেত্রকোনা, কিশোরগঞ্জ, নরসিংদী, খুলনা, চাঁদপুরের ফরিদগঞ্জ ও ময়মনসিংহের গফরগাঁওয়ে হত্যাকান্ডের প্রতিবাদ হয়। ১৯৭৫ সালে জাতীয় মুক্তি বাহিনী ও জাতীয় মুজিব বাহিনী নামে দুটি সশস্ত্র প্রতিরোধ বাহিনী গঠিত হয়।

বঙ্গবন্ধুভক্ত কয়েক হাজার ছাত্র, তরুণ ও মুক্তিযোদ্ধা তখন ওই বাহিনীতে যোগ দিয়ে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। বঙ্গবন্ধু ও পরিবারের সদস্যদের হত্যার ৪৭ বছর পার হলেও প্রতিরোধ যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি; যে কারণে পাঁচজন প্রতিরোধ যোদ্ধা ২০২২ সালে রিট আবেদন করেন।

২০২২ সালের ৭ আগস্ট রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেয় যার চূড়ান্ত শুনানি নিয়ে এই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হলো।

প্রচন্ড গরমের মধ্যে

ঢাকার বাতাস

অস্বাস্থ্যকর

ম যাযাদি ডেস্ক

দেশজুড়ে চলছে তাপপ্রবাহ। গরমে নাভিশ্বাস উঠেছে রাজধানীবাসীর। এর মধ্যে বায়ুদূষণে বিশ্বের ১০০টি শহরের মধ্যে সোমবার সকাল ১০টায় ঢাকার অবস্থান ছিল সপ্তম। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে এ সময় ঢাকার স্কোর ছিল ১৫২। বায়ুর এই মান 'অস্বাস্থ্যকর' ধরা হয়।

রোববার সকাল ৯টার দিকেও বায়ুদূষণে বিশ্বের ১০০টি শহরের মধ্যে ঢাকার সপ্তম অবস্থানে ছিল। এ সময় ঢাকার স্কোর ছিল ১৪৮। বায়ুর এই মান 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' ধরা হয়।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।

সোমবার সকাল ১০টায় বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল ইরাকের বাগদাদ। আইকিউএয়ারের সূচকে শহরটির স্কোর ছিল ৪৪৬। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে ভারতের দিলিস্ন ও নেপালের কাঠমান্ডু। দিলিস্নর স্কোর ছিল ১৯৭ আর কাঠমান্ডুর ১৭৬।

আইকিউএয়ারের মানদন্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে 'মাঝারি' বা 'গ্রহণযোগ্য' মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা 'অস্বাস্থ্যকর' বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে 'খুবই অস্বাস্থ্যকর' বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে 'দুর্যোগপূর্ণ' বা 'ঝুঁকিপূর্ণ' ধরা হয়।

ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে আইকিউএয়ার যে পরামর্শ দিয়েছে, তার মধ্যে আছে ঘরের বাইরে গেলে সংবেদনশীল গোষ্ঠীর মানুষকে মাস্ক পরতে হবে। এ ছাড়া ঘরের বাইরে ব্যায়াম না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে