পিতা-পুত্রসহ ৫ জেলায় সড়কে ঝরল ১০ প্রাণ
প্রকাশ | ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
দেশের ৫ জেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। জেলাগুলোর মধ্যে সাতক্ষীরায় পৃথক দুটি বাইক দুর্ঘটনায় পিতাপুত্রসহ তিনজন, সিলেটের কোম্পানীগঞ্জে পাথরবাহী ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে দুইজন, মানিকগঞ্জের সাটুরিয়ায় কভার্ডভ্যান চাপায় দুইজন, দিনাজপুরের ঘোড়াঘাটে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন এবং রাজধানীর গেন্ডারিয়ায় দ্রম্নতগামী ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৬টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার টিঅ্যান্ডটি মিশন মোড় এলাকায় ভুট্টা ও সার বোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। নিহতরা হলেন- ট্রাকচালক গোলাম রাব্বি (৪৫) ও সহকারী রেজোয়ান (২৮); দুজনেরই বাড়ি জয়পুরহাট জেলার চৌমনী এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, 'দিনাজপুরের দিকে থেকে আসা ভুট্টাবোঝাই একটি ট্রাক এবং দিনাজপুর শহরমুখী সারবোঝাই একটি ট্রাক ঘোড়াঘাট টিঅ্যান্ডটি মিশন মোড় এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাকের সামনেই দুমড়ে-মুচড়ে যায়।'
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও ঘোড়াঘাট থানা পুলিশ গুরুতর আহত দুজনকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন বলে ওসি আসাদ জানান।
তিনি বলেন, নিহতরা ভুট্টার ট্রাকের চালক ও হেলপার। দুর্ঘটনায় পড়া দুটি ট্রাকই জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থা
নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার সকাল সাড়ে ৭টায় মানিকগঞ্জের সাটুরিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় কভার্ডভ্যান চাপায় দুই সবজি বিক্রেতা নিহত হয়েছেন। নিহতরা হলেন, আব্দুস সালাম (৫০) এবং ছানোয়ার হোসেন (৪৫)। সালাম সদর উপজেলার কাটিগ্রাম এলাকার মৃত সাইজুদ্দিনের ছেলে ও ছানোয়ার একই এলাকার আব্দুস সামাদের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি সুখেন্দু বলেন, 'সকালে মানিকগঞ্জের জাগীর আড়ত থেকে সবজি কিনে ভ্যানে নিজ এলাকায় হ পৃষ্ঠা ১৫ কলাম ৪
ফিরছিলেন দুই সবজি বিক্রেতা। পথে গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় তাদের বহন করা ভ্যানটিকে একটি কভার্ডভ্যান চাপা দিয়ে চলে যায়। এ সময় ভ্যানচালক রাস্তার পাশে পড়ে গেলেও ওই ঘটনাস্থলেই দুই সবজি বিক্রেতার মৃতু্য হয়।'
ওসি আরও বলেন, 'দুর্ঘটনায় নিহত একজনের মরদেহ মানিকগঞ্জ হাসপাতালে এবং আরেকজনের মরদেহ থানায় রাখা হয়েছে। তাদের পরিবারে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'
শুক্রবার ভোররাতের দিকে রাজধানীর গেন্ডারিয়ায় দ্রম্নতগামী ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার মৃতু্য হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। দুর্ঘটনার পর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, 'মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।'
এ ছাড়া সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথরবাহী ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে মৃতু্য হয় দুইজনের। এ সময় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে উপজেলার গৌরীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান। নিহতরা হলেন- ছাতক উপজেলার লুবিয়া গ্রামের মোতালিব মিয়ার ছেলে হারুনুর রশিদ (৪০) এবং নেত্রকোনার কমলাকান্দা উপজেলার বিশরপাশা গ্রামের রণজিৎ সাহার ছেলে পার্থ সাহা (২৩)। পার্থ উপজেলার দয়ার বাজারে থাকতেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানান, সিলেটগামী পাথরবাহী ট্রাকটির সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ছয় যাত্রী আহত হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এর আগে বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলায় পৃথক দুই বাইক দুর্ঘটনায় পিতাপুত্রসহ তিনজন নিহত হয়েছেন। সদর থানার পরিদর্শক তদন্ত নজরুল ইসলাম বলেন, 'বাইপাস সড়কে দুর্ঘটনায় এক যুবক বাইক চালক এবং রাতে আগরদাড়ীতে মোটর সাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে পিতা ও পুত্র নিহত হন।'