ময়লার ট্রাকের ধাক্কায় রাজধানীতে আইডিয়াল ছাত্রের মৃতু্য
প্রকাশ | ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
রাজধানীর মুগদায় সিটি করপোরেশনের ময়লার ট্রাকের ধাক্কায় মতিঝিল আইডিয়াল স্কুলের এক ছাত্রের মৃতু্য হয়েছে। মুগদা থানার এসআই জয়নাল আবেদীন বলেছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মুগদার মদিনাবাগ এলাকায় বন্ধুর বাড়িতে যাওয়ার পথে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার ট্রাকের ধাক্কায় প্রাণ হারায় ১৩ বছরের এই কিশোর।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণির ছাত্র মাহিন আহমেদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার। মুগদায় মামা-ভাগ্নে গলিতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত মাহিন।
গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী মো. মাসুম আহমেদের তিন সন্তানের মধ্যে মাহিন দ্বিতীয়।
মহিনের ভাই মাহফুজ আহমেদ বলেন, 'মাহিন তার এক বন্ধুর বাসায় যাবে বলে বাসা থেকে বের হয়। হেঁটে যাওয়ার সময় সিটি করপোরেশনের একটি ময়লার ট্রাক তাকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় মাহিন ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতাল নেওয়া হয়। পরে রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মাহিন মারা যায়।'
ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মাহিনের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার খবর সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
মুগদা থানার এসআই জয়নাল আবেদীন বলেন, এই ঘটনায় দক্ষিণ সিটি করপোরেশনের ট্রাকচালককে আটক করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার রাজধানীতে আরেকটি সড়ক দুর্ঘটনায় এক নারী মারা গেছেন বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।
তিনি বলেন, রাত সোয়া ৩টার দিকে গেন্ডারিয়ার ঘুন্টিঘর এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় ৬০ বছর বয়সি ওই নারী গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শুক্রবার ভোর ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ওই নারীর মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।