কক্সবাজার-চট্টগ্রাম রেলপথ
ঈদ স্পেশাল ট্রেনের ইঞ্জিনসহ তিনটি কোচ লাইনচু্যত
প্রকাশ | ২৫ এপ্রিল ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
কক্সবাজার-চট্টগ্রাম রেলপথের চকরিয়া উপজেলার ডুলাহাজারা স্টেশনে ঈদ স্পেশাল ট্রেনের ইঞ্জিনসহ তিনটি কোচ লাইনচু্যত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার সকাল পৌনে ১০টায় এ ঘটনা ঘটে।
ট্রেনের তিনটি বগি লাইনচু্যত হলেও সেগুলো উল্টে পড়েনি বা মাটিতে পড়ে যায়নি বলে নিশ্চিত করে কক্সবাজারের চকরিয়া রেলস্টেশনের ইনচার্জ মো. ফরহাদ বলেন, ট্রেনটির কয়েকটি বগি কেবল লাইন থেকে সরে গেছে। ট্রেনে আসনের বিপরীতে ৫০০ যাত্রীর পাশাপাশি দাঁড়িয়ে থাকা আরও ৮০ জন যাত্রী ছিলেন। তারা সবাই নিজ ব্যবস্থাপনায় গন্তব্য রওনা হয়েছেন।
ডুলাহাজারা স্টেশনের ইনচার্জ আবদুল মান্নান বলেন, ঈদ স্পেশাল-৯ ট্রেনটি সকাল ৭টায় চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসে। পৌনে ১০টার দিকে ডুলাহাজারা স্টেশনে ঢোকার সময় ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি কোচ লাইনচু্যত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আবদুল মান্নান আরও বলেন, লাইনচু্যত কোচগুলো লাইনে তুলতে সময় লাগবে। তবে বিকল্প থাকায় কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে রেল যোগাযোগ বন্ধ থাকবে না।