শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

কৃষিজমির মাটি কাটার

ঘটনায় বিচার বিভাগীয়

তদন্তের নির্দেশ

ম যাযাদি ডেস্ক

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমির উপরিভাগ (টপ সয়েল) কেটে চাষাবাদের অনুপযোগী করার ঘটনায় দোষীদের খুঁজে বের করতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে এক মাসের মধ্যে তদন্ত করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুলস্নাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী উজ্জল পাল। অন্যদিকে

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

এর আগে এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে আব্দুল মুনাফ নামের একজন স্থানীয় বাসিন্দা হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে গত ১৯ মার্চ 'টপ সয়েল' কাটার ওপর নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। তবে সে আদেশের পরও 'টপ সয়েল' কাটা অব্যাহত থাকার বিষয়টি আদালতের নজরে আনা হয় এবং আদালত অবমাননার আবেদন জানানো হয়।

ওই আবেদনের শুনানি নিয়ে সোমবার সাতকানিয়ায় কৃষিজমির উপরিভাগের মাটি কাটার ওপর নিষেধাজ্ঞার আদেশ প্রতিপালন না হওয়ায় ব্যাখ্যা জানতে চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ চারজনকে অনলাইনে তলব করেন হাইকোর্ট। মঙ্গলবার দুপুরে অনলাইনে যুক্ত হয়ে এ বিষয়ে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়।

পরে আদালত শুনানি শেষে চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমির উপরিভাগের

মাটি কাটার ঘটনায় বিচার বিভাগীয়

তদন্তের নির্দেশ দেন।

সুইমিংপুলে ঢাবি

শিক্ষার্থীর মৃতু্যতে

তদন্ত কমিটি

ম যাযাদি রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সুইমিংপুলে গোসলে নেমে বিশ্ববিদ্যালয়ের দর্শন

বিভাগের শিক্ষার্থী মো. সোহাদ হকের মৃতু্যর ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাবি কর্তৃপক্ষ।

মঙ্গলবার উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এ কমিটি গঠন করেন।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমানকে আহ্বায়ক এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল মুহিতকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্য হলেন- দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ্‌ কাওসার মুস্তাফা আবুলউলায়ী, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শরিফ উল ইসলাম এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষক মো. জসিম উদ্দিন।

কমিটিকে তদন্ত কাজ সম্পন্ন এবং সুইমিংপুলের ব্যবস্থাপনায় কোনো অবহেলা বা ত্রম্নটি আছে কি না তা চিহ্নিত করে আগামী সাত কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিলের জন্য অনুরোধ জানানো হয়েছে।

উলেস্নখ্য, ২২ এপ্রিল দুপুরে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলের পানিতে নেমে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী মো. সোহাদ হক মারা যান। তার গ্রামের বাড়ি বগুড়া জেলায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে