অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং মাল্টিপার্পাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. হালিমুজ্জামান সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।
এ ছাড়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহরুখ আদনান খান, মাল্টিপার্পাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ারিং মো. আবু বক্কর সিদ্দিক, বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. জাবের আহমদ এবং ভর্তি শাখার সিনিয়র এক্সিকিউটিভ তানভীর সাজ্জাত মিশু ছিলেন।
সমঝোতা স্মারকটির মাধ্যমে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে ইন্ডান্ট্রি ৪.০ স্কলারশিপের অধীন সিএসই, ইইই, টেক্সটাইল, সিভিল ও রোবোটিক্স অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে সামার-২০২৪ সেমিস্টারে মাল্টিপার্পাসের কোনো স্টুডেন্ট ভর্তি হলে, প্রতিষ্ঠানটির প্রথম ৫০ জন শিক্ষার্থী ইন্ডাস্ট্রি লিডারশিপ প্রোগ্রামের ১২টি প্রফেশনাল কোর্স ১০০% ওয়েভারে অধ্যয়ন করতে পারবে।
এই স্কলারশিপ প্রদানের জন্য মাল্টিপার্পাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, 'শিক্ষার্থীরা ওই কোর্সে কর্মমূখী শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে।'
বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. শাহরুখ আদনান বলেন, 'বাংলাদেশে এই প্রথম ইন্ডাস্ট্রি লিডারশিপ প্রোগ্রাম অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি' শুরু করেছে যার মাধ্যমে 'চাকরি নেব না, চাকরি দেব'- অন্ট্রোপ্রিনিউরশিপের এই লিডারশিপ কোয়ালিটি ধারণ করে তরুণ প্রজন্ম স্কিল্ড গ্র্যাজুয়েট হয়ে ইন্ডাস্ট্রি লিড করবে। তিনি আরও যোগ করেন এই লিডারশিপ প্রোগ্রামটি দীর্ঘ তিন বছর এডুকেশন ৪.০-এর ওপর গবেষণা করে উদ্ভাবন করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি