বাংলাদেশ বিমান বাহিনীর আয়োজনে ল' সেমিনার

প্রকাশ | ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ বিমান বাহিনীর জাজ অ্যাডভোকেট জেনারেল শাখার আয়োজনে 'সামরিক বিচার ব্যবস্থা এবং বেসামরিক ফৌজদারি বিচার ব্যবস্থার সাথে তার সম্পর্ক' শীর্ষক ল' সেমিনার বৃহস্পতিবার বিমান বাহিনীর সদর দপ্তরের অ্যাডমিন হলে অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন এবং সমাপনী বক্তব্য রাখেন। এদিন সকালে এটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন সেমিনারের উদ্বোধন করেন এবং উদ্বোধনী বক্তব্য দেন। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বিমান বাহিনীর জাজ অ্যাডভোকেট জেনারেল গ্রম্নপ ক্যাপ্টেন মো. তাহিদুল ইসলাম। সমাপনী বক্তব্যে বিমান বাহিনী প্রধান বলেন, 'বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যুগপোযোগী টেকসই আইনি কাঠামো উন্নয়নে, বাহিনীর মধ্যকার অপরাধগুলোর ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইন কর্মকর্তাদের পেশাগত মানোন্নয়নে এবং সামরিক ও বেসামরিক পরিমন্ডলে বিচার ব্যবস্থার সমন্বয় সাধনে বাংলাদেশ বিমান বাহিনীর জাজ অ্যাডভোকেট জেনারেল শাখা আয়োজিত সেমিনারটি একটি সহায়ক ভূমিকা রাখবে। সেমিনারে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকার, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. গোলাম রব্বানী, আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং সিনিয়র জেলা ও দায়রা জজ ড. এস কে গোলাম মাহবুব এবং বাংলাদেশ বিমান বাহিনীর জাজ অ্যাডভোকেট জেনারেল গ্রম্নপ ক্যাপ্টেন মো. তাহিদুল ইসলাম নির্ধারিত বিষয়ের বিশেষজ্ঞ হিসেবে নিবন্ধ উপস্থাপন করেন। বাংলাদেশ বিমান বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌ-বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৫৩ জন কর্মকর্তা সেমিনারে অংশ নেন। আইএসপিআর।