রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

অভিযুক্ত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হলে ব্যবস্থা নেবে ইসি

যাযাদি ডেস্ক
  ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০
অভিযুক্ত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হলে ব্যবস্থা নেবে ইসি

নাটোরে সম্ভাব্য এক প্রার্থীকে অপহরণের ঘটনার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম বলেছেন, অভিযুক্ত প্রার্থীর মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ হলে তিনি নির্বাচন কমিশনের আওতায় আসবেন। এরপর তার ওপর ইসির নির্বাচন-সংক্রান্ত আইনকানুন প্রতিফলিত হবে।

বুধবার বিকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম এসব কথা বলেন। তবে তিনি এ-ও বলেছেন, এ বিষয়ে নির্বাচন কমিশন কিছু সিদ্ধান্ত নিয়েছে। এগুলো বাস্তবায়ন শুরু হয়েছে।

গত সোমবার ছিল প্রথম ধাপের উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ওইদিন পাঁচ ঘণ্টার ব্যবধানে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে ইচ্ছুক দেলোয়ার হোসেন, তার ভাইসহ তিনজনকে অপহরণ করা হয়। এ ঘটনায় আরেক প্রার্থী লুৎফুল হাবীবকে দায়ী করা হচ্ছে।

এ বিষয়ে ইসি কী ব্যবস্থা নিচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়গুলো পত্রিকায় এসেছে। বুধবার সকালে নির্বাচন কমিশনাররা অনানুষ্ঠানিক বৈঠক করেছেন। সেখানে কিছু সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তগুলো বাস্তবায়ন শুরু হয়েছে। বাস্তবায়ন দৃশ্যমান হলে এই প্রশ্নের জবাব পাওয়া যাবে।

মো. জাহাঙ্গীর আলম আরও বলেন, নাটোরের ঘটনাটি একটি ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধের বিষয়ে ওখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। ভুক্তভোগী ব্যক্তিকে উদ্ধার করেছেন। দুইজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। তাদের একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ফৌজদারী অপরাধের বিষয়ে সম্পূর্ণভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মো. জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচন-সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, সেখানে আইনগত বিষয়টি দেখতে হবে। যিনি মনোনয়নপত্র দাখিল করেছেন (লুৎফল), তার মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ হলে তখন তিনি নির্বাচন কমিশনের আওতায় আসবেন। এরপর তার ওপর নির্বাচন কমিশনের নির্বাচন-সংক্রান্ত আইনকানুন প্রতিফলিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে