জনপ্রিয় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই'র (নিসচা) দশম মহাসমাবেশ আগামী ৪ মে শনিবার ঢাকায় অনুষ্ঠিত হবে। মহাসমাবেশ সফল করতে ২৯ ফেব্রম্নয়ারি নিসচার এক সভায় নিরাপদ সড়ক চাই'র (নিসচা) যুগ্ম মহাসচিব লায়ন মো. গণি মিয়া বাবুলকে সংগঠনের দশম মহাসমাবেশ উদযাপন কমিটির আহ্বায়ক মনোনীত করা হয়।
উদযাপন কমিটিতে নিসচার সহ-সাংগঠনিক সম্পাদক মো. কাইয়ুম খানকে সদস্য সচিব এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানকে যুগ্ম আহ্বায়ক ও কার্যকরী নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার এ এইচ এম আমিনুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়।
নিসচা'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে মনোনীতদের পূর্ণাঙ্গ উদযাপন কমিটি ও উপকমিটিসমূহ গঠন করার দায়িত্ব দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ১৬ এপ্রিল (মঙ্গলবার) দায়িত্বপ্রাপ্তদের সর্বসম্মতিক্রমে উদযাপন কমিটির আহ্বায়ক লায়ন মো. গণি মিয়া বাবুল ২৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নিসচার দশম মহাসমাবেশ উদযাপন কমিটি গঠন ও কমিটিতে অন্তর্ভুক্তদের নাম ঘোষণা করেন।
উদযাপন কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন খান নান্টু, যুগ্ম মহাসচিব জুনাইদুর রহমান মাহফুজ, যুগ্ম মহাসচিব এ কে আজাদ, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, প্রচার সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান, প্রকাশনা সম্পাদক আব্দুর রাজ্জাক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপক কুমার সরকার, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো. মহসিন খান, মহিলা বিষয়ক সম্পাদক জেবুন নেসা, যুববিষয়ক সম্পাদক ইমরান হোসেন, কার্যকরী সদস্য নাসিম রুমি, কার্যকরী সদস্য ড. হরিপদ রায়, সৈয়দ, কার্যকরী সদস্য সৈয়দ একরামুল হক, কার্যকরী সদস্য লায়ন সাব্বির আহমেদ হাজরা, কার্যকরী সদস্য মো. জামাল হোসেন, কার্যকরী সদস্য এম জামাল হোসেন মন্ডল, কার্যকরী সদস্য মো. আলাল উদ্দিন, কার্যকরী সদস্য আবুল কালাম আজাদ, কার্যকরী সদস্য মো. কামরুজ্জামান, আবু তালেব, বিকাশ দাস গুপ্ত। নিসচার দশম মহাসমাবেশ সফল করার জন্য এসব উদযাপন কমিটি ছাড়াও ৯টি উপ-কমিটি গঠন করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি