বাংলাদেশের স্বাস্থ্য সচেতনতা ও সাধারণ মানুষের সুচিকিৎসার অগ্রনায়ক ডা. জাফরুলস্নাহ চৌধুরী ২০২৩ সালের ১১ এপ্রিল মারা যান। রেখে গেছেন তার জীবন যুদ্ধের অনন্য অবদান। তার কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য গণস্বাস্থ্য কেন্দ্র স্মরণ সভার আয়োজন করেছে। আগামী ২৩ এপ্রিল সকাল ১১টায় ঢাকার সাভারের আশুলিয়ার নলামে গণবিশ্ববিদ্যালয় মিলনায়তনে এবং ২৫ এপ্রিল সকাল ১১টায় গণস্বাস্থ্য নগর হাসপাতাল, বীরউত্তম এটিএম মেজর হায়দার হল মিলনায়তন ধানমন্ডি, ঢাকায় স্মরণসভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৮ এপ্রিল সকাল ১১টায় গণস্বাস্থ্য কেন্দ্র, বাহারছড়া, কক্সবাজারেও একই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এসব অনুষ্ঠানে সুধী, স্বজন, শুভানুধ্যায়ী ব্যক্তিদের অংশগ্রহণের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা ও কর্মীরা আহ্বান জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি