রামপাল বিদু্যৎকেন্দ্রে ডাকাতির ঘটনায় মামলা, গ্রেপ্তার ১২
প্রকাশ | ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপাল তাপ বিদু্যৎকেন্দ্রে হামলা ও ডাকাতির ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত গুলিবিদ্ধ একজনসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার রাতে বিদু্যৎকেন্দ্রের আনসার ব্যাটালিয়নের হাবিলদার শহিদুল ইসলাম বাদী হয়ে ২০ জনের নাম উলেস্নখসহ অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে রামপাল থানায় মামলাটি করেন।
মামলায় উলেস্নখ করা হয়, রামপাল তাপবিদু্যৎ কেন্দ্রের তিন নম্বর টাওয়ারের পাঁচ নম্বর ইয়ার্ডের সীমানা প্রাচীর কেটে ৫০ থেকে ৬০ জন ডাকাত নিরাপত্তা কর্মীদের মারধর করে মোবাইল ও লোহার বিভিন্ন ধরনের মালামাল লুটপাট করে নিয়ে যায়। সশস্ত্র হামলায় এক আনসার সদস্য ও চারজন নিরাপত্তাকর্মী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রামপাল স্বাস্থ্যকেন্দ্রে ও খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৌমেন দাস বলেন, 'পুলিশ এ ঘটনায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে।