সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

ইআবিতে আলোচনা সভা ও ইফতার সামগ্রী বিতরণ

  ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০
ইআবিতে আলোচনা সভা ও ইফতার সামগ্রী বিতরণ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পরিষদের উদ্যোগে 'রমজানের আধ্যাত্মিক ও মানবিক শিক্ষা' শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ।

অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর বলেন, 'রোজার আধ্যাত্মিকতা ব্যাপক। বান্দা আলস্নাহকে ভুলে গেলে তার জীবন বিপণ্ন হয় ও সেখানে শয়তান স্থান গেড়ে বসে। নামাজের ফরজগুলো শরিয়তি এক রূপ দেয়। শরিয়ত পালনের মাধ্যমে বান্দা আধ্যাত্মিকতা অর্জন করতে সক্ষম হয়। আধ্যাত্মিকতার মাধ্যমে বান্দার মনে মানবিকতার দুয়ার খোলে। মানবিকতা উঠে গেলে মানুষ আর মানুষ থাকে না। যার মধ্যে মানবিকতা নেই, সে ভালো মানুষের অধিকারী নয়।'

পবিত্র এই রমজানে আধ্যাত্মিকতা ও মানবিকতা অর্জনে সবাইকে আলস্নাহতায়ালা সেই তৌফিক দান করুন, সেই প্রত্যাশাও করেন তিনি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, ট্রেজারার এস. এম. এহসান কবীর ও রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন- ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পরিষদের সভাপতি আব্দুল গফুর।

আলোচনা ও দোয়া মাহফিল শেষে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ ১১-২০তম গ্রেডের কর্মচারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে