সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

রায়পুরায় নগদের দুই কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
  ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০
রায়পুরায় নগদের দুই কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই

নরসিংদীর রায়পুরায় মোবাইল ব্যাংকিং নগদের দুই কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ সংলগ্ন ১০ নাম্বার ব্রিজ এলাকায় ছিনতাইয়ের ওই ঘটনা ঘটেছে। ৪

গুলিবিদ্ধ দুই কর্মীকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে ঢাকায় পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন- পলাশ উপজেলার চরনগরদী এলাকার রশিদ পাঠানের ছেলে নগদের সুপারপাইজার দেলোয়ার হোসেন (৫০) ও একই উপজেলার ইছাখালি এলাকার মৃত আমির চাঁন মিয়ার ছেলে নগদের মাঠকর্মী শাহিন মিয়া (২৫)।

নগদের নরসিংদী ব্রাঞ্চের ডিস্ট্রিবিউটর শহিদ মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, তারা সকাল সাড়ে ৯টার দিকে নগদের নরসিংদী ব্র্যাঞ্চ থেকে টাকা নিয়ে রায়পুরা ব্র্যাঞ্চে যাচ্ছিল। হাসনাবাদ বাজারসংলগ্ন বিজের কাছে পৌঁছলে দুইজন অজ্ঞাত ব্যক্তি তাদের মোটর সাইকেলের গতিরোধ করে। দুর্বৃত্তরা এসময় টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এতে বাধা দিলে নগদের সুপারভাইজার দেলোয়ারের পেটে ও শাহিনের হাতে গুলি করে প্রায় ৬০ লাখ টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, 'ঘটনাস্থলে পরিদর্শন শেষ তদন্ত শুরু করেছি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে