সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

দুর্নীতিবাজরা এখন প্রকাশ্যে রাস্তার মাঝ দিয়ে হাঁটে দুদক চেয়ারম্যান

যাযাদি রিপোর্ট
  ০৩ এপ্রিল ২০২৪, ০০:০০
দুর্নীতিবাজরা এখন প্রকাশ্যে রাস্তার মাঝ দিয়ে হাঁটে দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈন উদ্দীন আবদুলস্নাহ বলেছেন, আগে দুর্নীতিবাজরা রাস্তার এক পাশ দিয়ে হাঁটত, আর এখন রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। তবে দেশের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে।

মঙ্গলবার দুদকের সম্মেলন কক্ষে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের র্(যাক) স্মরণিকা 'সুপথ'র মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দুর্নীতি দমনের বিষয়ে মোহাম্মদ মঈনউদ্দীন আবদুলস্নাহ আরও বলেন, অধিকাংশ ক্ষেত্রে দুর্নীতিবাজরা দুর্নীতি করার পরও নিজেদের দুর্নীতিবাজ মনে করে না। সমাজে দুর্নীতিবাজদের চিহ্নিত করতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। এক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশি।

র্

যাকের স্মরণিকা 'সুপথ'র সঙ্গে সংশ্লিষ্ট সব সদস্যকে শুভেচ্ছা জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, স্মরণিকাটি খুবই সুন্দর হয়েছে।র্ যাকের সব সদস্যকে ধন্যবাদ জানাই। দুর্নীতি প্রতিরোধে দুদকের সঙ্গের্ যাকও একযোগে কাজ করে যাবে- এমন প্রত্যাশা করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে