প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ | ৩০ মার্চ ২০২৪, ০০:০০
প্রেসিডেন্সী ইউনিভার্সিটি অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেসের উদ্যোগে ১০ মার্চ রোববার বিকাল ৩টায় ইউনিভার্সিটির অডিটোরিয়ামে "ঊীঢ়ষড়ৎরহম ডধঃবৎ ইবুড়হফ ঞযব ঋধঁপবঃ: টহাবরষরহম ঐরফফবহ ঊীঢ়বহংবং ধহফ ঞযব ঠরঃধষ জড়ষব ড়ভ ঞৎবধঃসবহঃ রহ গধরহঃধরহরহম ঐবধষঃয" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মূল বক্তা ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন ছাত্র মো. আবুল হাসানাত, রিসার্স স্কলার (চযউ পধহফরফধঃব), সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আইআইটি হায়দ্রাবাদ, ইন্ডিয়া। সেমিনারে গবেষক হাসানাত খাবার পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়ার নানা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়ার বিভিন্ন পদ্ধতির সুবিধা-অসুবিধার তুলনামূলক পর্যালোচনা উপস্থাপন করেন। অধিকন্তু পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া যে অত্যন্ত ব্যয়বহুল এবং তার অন্তর্নিহিত কস্টিংয়ের বিভিন্ন খাত নিয়েও আলোচনা করেন। তাছাড়া বাংলাদেশের প্রেক্ষাপটে পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়ার সহজসাধ্য ও লাভজনক সম্ভাব্য উপায় নিয়েও সেমিনারে আলোচনা করা হয়। সেমিনারে আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। সংবাদ বিজ্ঞপ্তি