জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ দমনে অনেকটাই সফল
আজর্ যাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী
প্রকাশ | ২৬ মার্চ ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের র্(যাব) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। যদিও নির্ধারিত সময়ের আগেই চলতি বছরের ৬ মার্চ বাহিনীটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। মূলত জঙ্গিবাদ নিয়ন্ত্রণেই গঠন করা হয় বাহিনীটি। জঙ্গিবাদ, মাদক ও ক্যাসিনোবিরোধী অভিযানসহ নানা ধরনের অপরাধ দমনে সফলতা দেখিয়েছে বাহিনীটি।
র্
যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন যায়যায়দিনকে বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আগাম হওয়ায় নতুন করে কোনো কর্মসূচি পালিত হচ্ছে না।'
প্রসঙ্গত, ২০০৪ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিয়ে আত্মপ্রকাশ করে বাহিনীটি। বর্তমানে বাহিনীর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন (ডিজি) পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এম খুরশীদ হোসেন।
প্রতিষ্ঠার পরেই ২০০৪ সালের ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) রমনা বটমূলে নিরাপত্তা দিয়ের্ যাব আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। বর্তমানে বাহিনীটির সারাদেশে ১৫টি ব্যাটালিয়ান কাজ করেছে। বাংলাদেশ পুলিশের অধীনে গঠিত বাহিনীটিতে পুলিশ ছাড়াও আছেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ), কোস্টগার্ড, আনসার ও সরকারের বেসামরিক প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। বনদসু্য ও জলদসু্য দমনে ব্যাপক সাফল্য দেখিয়েছে বাহিনীটি। জলদসু্য, মাদক কারবারি ও জঙ্গিবাদে জড়িয়ে পড়াদের অনেককেই সুপথে ফিরিয়ে এনে পুনর্বাসন করেছের্ যাব।
প্রসঙ্গত, চলতি বছরের ৬ মার্চ উত্তরায় বাহিনীটির সদর দপ্তরে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আগাম অনুষ্ঠান পালিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাহিনীটির কর্মকান্ডের প্রশংসা করের্ যাবকে খাদ্য মজুত ও জাল টাকার বিরুদ্ধে অভিযান জোরদার করার নির্দেশ দেন।র্
যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের র্(যাব) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। যদিও নির্ধারিত সময়ের আগেই চলতি বছরের ৬ মার্চ বাহিনীটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। মূলত জঙ্গিবাদ নিয়ন্ত্রণেই গঠন করা হয় বাহিনীটি। জঙ্গিবাদ, মাদক ও ক্যাসিনোবিরোধী অভিযানসহ নানা ধরনের অপরাধ দমনে সফলতা দেখিয়েছে বাহিনীটি।
র্
যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন যায়যায়দিনকে বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আগাম হওয়ায় নতুন করে কোনো কর্মসূচি পালিত হচ্ছে না।'
প্রসঙ্গত, ২০০৪ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিয়ে আত্মপ্রকাশ করে বাহিনীটি। বর্তমানে বাহিনীর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন (ডিজি) পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এম খুরশীদ হোসেন।
প্রতিষ্ঠার পরেই ২০০৪ সালের ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) রমনা বটমূলে নিরাপত্তা দিয়ের্ যাব আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। বর্তমানে বাহিনীটির সারাদেশে ১৫টি ব্যাটালিয়ান কাজ করেছে। বাংলাদেশ পুলিশের অধীনে গঠিত বাহিনীটিতে পুলিশ ছাড়াও আছেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ), কোস্টগার্ড, আনসার ও সরকারের বেসামরিক প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। বনদসু্য ও জলদসু্য দমনে ব্যাপক সাফল্য দেখিয়েছে বাহিনীটি। জলদসু্য, মাদক কারবারি ও জঙ্গিবাদে জড়িয়ে পড়াদের অনেককেই সুপথে ফিরিয়ে এনে পুনর্বাসন করেছের্ যাব।
প্রসঙ্গত, চলতি বছরের ৬ মার্চ উত্তরায় বাহিনীটির সদর দপ্তরে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আগাম অনুষ্ঠান পালিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাহিনীটির কর্মকান্ডের প্রশংসা করের্ যাবকে খাদ্য মজুত ও জাল টাকার বিরুদ্ধে অভিযান জোরদার করার নির্দেশ দেন।