বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

রাজধানীতে বিদু্যৎস্পৃষ্টে টাইলস মিস্ত্রির মৃতু্য

যাযাদি রিপোর্ট
  ২৪ মার্চ ২০২৪, ০০:০০
শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত সমন্বয় সভায় বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ -সংগৃহীত

রাজধানীর মিরপুর-২ জার্মান টেকনিক্যালের পাশে একটি নির্মাণাধীন ভবনে টাইলসের কাজ করার সময় বিদু্যৎস্পৃষ্ট হয়ে মো. জাহিদ হোসেন (২২) নামে একজন টাইলস মিস্ত্রির মৃতু্য হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ছয়টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মো. উকিল জানান, আমার ভাই এবং আমি টাইলসের কাজ করি। ভাই বিকালের দিকে টাইলসের কাজ করার সময় অসাবধানতাবশত বিদু্যৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানায়। বর্তমানে উত্তরা এলাকায় বসবাস করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃতু্যর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে