দিনভর আকাশে সূর্যের দেখা নেই। মঙ্গলবার শেষ বিকাল থেকেই মেঘের আড়ালে ছিল আকাশ। সন্ধ্যায় আকাশ ছিল গুমোট। সারাদিন ছিল না রোদের তেজ। এতে কয়েকদিনের গরম ভাব কেটে যায়। বুধবার সকাল থেকেই শীতল আমেজ উপভোগ করেছেন নগরবাসী। দেশের বিভিন্ন স্থানে তিনদিন নানা মাত্রায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল থেকেই রাজধানীর কিছু কিছু এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। সারাদিন আকাশ মেঘলা ছিল। তবে দেশের অনেক অঞ্চলে কালো মেঘ ভেঙে বৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন স্থানে কখনো হালকা, কখনো বা মুষলধারে বৃষ্টি হয়েছে। গুঁড়িগুঁড়ি বৃষ্টিকে ভোগান্তিতে পড়েছেন পথচারী ও ফুটপাতের ব্যবসায়ীরা। তবে ধূলোবালির যন্ত্রণা থেকে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন নগরবাসী।
বুধবার কুয়াশার আড়ালে থাকা সূর্য তার তেজ দেখাতে পারেনি। উজ্জ্বল ঝলমলে অপূর্ব রোদের দেখা যায়নি। পশ্চিমা লঘুচাপের প্রভাবে মঙ্গলবার ঢাকাসহ দেশের কযেকটি এলাকায় বৃষ্টি হয়েছে। এত গত কয়েক দিনের গরমের হাত থেকে স্বস্তি ফিরে পায় মানুষ। তবে এই বৃষ্টি, মেঘলা আকাশ আজ বৃহস্পতিবার কমে আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় দিনাজপুরে, ৩০ মিলিমিটার। এ ছাড়া টাঙ্গাইলে ১৭, ডিমলায় ১৪, সিরাজগঞ্জে ১২ ও রাজশাহীতে ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর রাজধানীতে বৃষ্টি হয়েছে ১৩ মিলিমিটার। মঙ্গলবারের প্রশান্তির বৃষ্টির শীতল হাওয়া বয়ে যায় বুধবার পর্যন্ত।
তবে দেশের বিভিন্ন স্থানে তিনদিন নানা মাত্রায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রশিদ বলেন, আগামী দু-একদিন দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে টানা বৃষ্টির আশঙ্কা নেই। বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কিছুটা কমে এসেছে। বৃষ্টি থেমে যাওয়ার পর আবার গরম বাড়বে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মার্চ মাসে দেশের গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকে ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। অথচ গত কয়েকদিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছিল।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রপাত।
এ ছাড়া শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রপাতও। বৃষ্টি, শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কৃষির পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি মাঠে থাকা বোরো ধানের জন্য আশীর্বাদ হিসেবে কাজ করেছে। তবে টানা বৃষ্টি হলে রবিশস্যের ক্ষতি হতে পারে।