রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১

সংবাদ সংক্ষেপ

  ১৬ মার্চ ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

রাজধানীতে এক রাতে

সড়কে ঝরল

চার প্রাণ

ম যাযাদি রিপোর্ট

ঢাকার মোহাম্মদপুর, বনানী ও যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চারজন। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১২টার মধ্যে মোহাম্মদপুরে দু'জন এবং বনানী, যাত্রাবাড়ীতে একজন করে মারা যান।

পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আজিজুল ইসলাম বলেন, রাত ১২টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড লাগোয়া ময়ূর ভিলার সামনে কভার্ডভ্যানের ধাক্কায় একটি বাইক থেকে দু'জন ছিটকে পড়েন। ওই বাইকে আরোহী ছিলেন তিনজন।

তিনি আরও বলেন, 'রাত ১১টার দিকে দোকান বন্ধ করে ব্যবসায়ী আব্দুল হাই লিটন তার ১১ বছরের সন্তান রিফাত এবং ১৭ বছর বয়সের শ্যালক ফাহাদকে মোটর সাইকেলে করে মোহাম্মদপুর টাউন হল থেকে বছিলার ওপারে ওয়াসপুরের বাসায় ফিরছিলেন। ময়ূর ভিলার কাছে একটি কভার্ডভ্যান তাদের মোটর সাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই রিফাতের মৃতু্য হয় আর ফাহাদকে পপুলার হাসপাতালে নেওয়ার পর শুক্রবার সকালে তার মৃতু্য হয়। পুলিশ কভার্ডভ্যানটি জব্দ করে এর চালক আবু জাহিদ রাজুকে গ্রেপ্তার করেছে।

এদিকে রাত ১০টার দিকে কাকলী মোড়ে শাহজাহান (৭২) নামের এক পথচারী গাড়িচাপায় মারা যান বলে বনানী থানার ওসি কাজী শাহান হক জানান। তিনি বলেন, 'রাস্তা পার হওয়ার সময় শাহজাহান দুর্ঘটনায় পড়েন।'

পুলিশ বৃদ্ধকে চাপা দেওয়া ওই গাড়িটির কোনো খোঁজ বের করতে পারেননি বলে জানান তিনি।

আরেকটি দুর্ঘটনা ঘটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাত ১১টার দিকে।

অবৈধ অভিবাসীদের

কুয়েতে সাধারণ

ক্ষমা ঘোষণা

ম যাযাদি ডেস্ক

কুয়েতে অভিবাসী আইন লঙ্ঘনকারীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। এ ঘোষণার আওতায় কোনের জেল-জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন অবৈধ অভিবাসীরা।

বৃহস্পতিবার স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে।

সংবাদে উলেস্নখ করা হয়, রমজান মাস, কুয়েতের আমির শেখ মিশাল আল-সাবাহ এর শাসনভার গ্রহণ এবং রাষ্ট্রের সব স্তরে মানবিক ভূমিকা সুসংহত করার লক্ষ্যে চলতি মাসের ১৭ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত আকামা আইন লঙ্ঘনকারী অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েত।

সাধারণ ক্ষমার তিন মাস সময়সীমার মধ্যে অবৈধ প্রবাসীরা কোনো ধরনের জেল-জরিমানা ছাড়াই নিজ দেশে চলে যেতে পারবেন। চাইলে পুনরায় নতুন ভিসা নিয়ে প্রবেশ করতে পারবেন। এছাড়া নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে জরিমানা পরিশোধ করার পর চাইলে বৈধ হয়ে আকামা নবায়ন করার সুযোগও পাবেন।

সংবাদে আরও উলেস্নখ করা হয়, কারও বিরুদ্ধে যদি ফৌজদারি কোনো অভিযোগ থাকে, তাহলে নির্ধারিত অফিসে যোগাযোগ করে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করতে পারবে কি না, তা নিশ্চিত হতে হবে। সাধারণ ক্ষমার নির্দিষ্ট সময়সীমার মধ্যে যেসব অবৈধ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ হারাবেন এবং কুয়েত ত্যাগ করবেন না, তাদের কালো তালিকাভুক্ত করে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে ২০১৮ সালে প্রায় ১৫ থেকে ১৭ হাজার অবৈধ অভিবাসী বাংলাদেশিদের মধ্যে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছিলেন প্রায় ৮ হাজার বাংলাদেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে