বাউয়েটে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী বড়াল হল

প্রকাশ | ১২ মার্চ ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) স্কাইলাইট হলে বাউয়েট ডিবেটিং সোসাইটির উদ্যোগে রোববার আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহীনুর আলম। বিতর্কের বিষয় ছিল, 'ক্যাম্পাসের স্বাধীনতাই শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক'। এর পক্ষে অবস্থান করে বনলতা হল ও বিষয়টির বিপক্ষে অবস্থান করে বড়াল হল-১ দল। বিচারকমন্ডলীর রায় এবং তথ্য-উপাত্ত ও যুক্তি-তর্ক উপস্থাপনের মাধ্যমে বড়াল হল-১ দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে এবং রানার্স আপ হয় বনলতা হল। অনুষ্ঠানে বাউয়েট ডিবেটিং সোসাইটির সভাপতি ও আইন অনুষদের ডিন এবং আইন ও বিচার বিভাগের প্রধান প্রফেসর ড. মো. শহিদুল ইসলাম বাউয়েট ডিবেটিং সোসাইটি ও এর কাজ সম্পর্কে সাম্যক আলোচনাপূর্বক, বিতর্কের বিষয় ও নিয়ম-কানুন সম্পর্কে প্রতিযোগীদের অবহিত করেন। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. সামসুল আল-আমিন, যুগ্ম জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ আদালত নাটোর। এছাড়া বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ড. তাসমিনা খন্দকার, রসায়ন বিভাগ এবং মো. মাসুদার রহমান, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, বাউয়েট। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী রিথি মারজিয়া। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ক্রেস্ট তুলে দেন এবং সম্মানিত বিচারকমন্ডলীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং ফটো সেশনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বড়াল ও বনলতা হলসহ বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী এবং বাউয়েটের শিক্ষার্থীরা। সংবাদ বিজ্ঞপ্তি