সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১১ মার্চ ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
আরও ৩২ জনের করোনা শনাক্ত ম যাযাদি ডেস্ক ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি, তবে নতুন করে শনাক্ত হয়েছেন ৩২ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ৪৫ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনায় মৃতু্য ২৯ হাজার ৪৯২ জন এবং শনাক্ত ২০ লাখ ৪৮ হাজার ৯১৪ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৮৭টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৮ এবং মৃতু্যর হার ১ দশমিক ৪৪ শতাংশ। উপজেলা নির্বাচন প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু আজ ম যাযাদি রিপোর্ট আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রশিক্ষকদের প্রশিক্ষণ আজ থেকে শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) দুই দিনব্যাপী এই কার্যক্রম চলবে। রোববার ইটিআই উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রথম ব্যাচের এই প্রশিক্ষণে ২৬ উপজেলা কর্মকর্তাকে নিয়ে অনুষ্ঠিত হবে। পরের ব্যাচের সময়সূচি এখনো ঠিক হয়নি। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, কমিশন চার ধাপে নির্বাচনের কথা বলেছেন উপজেলায়। তফসিল দিতে ৪০ থেকে ৪২ দিন সময় লাগে। এ ক্ষেত্রে রোজার মধ্যেই তফসিল হবে। ইসি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ মে প্রথম ধাপে ১৫৩টি, ১১ মে দ্বিতীয় ধাপে ১৬৫টি, ১৮ মে তৃতীয় ধাপে ১১১টি ও চতুর্থ ধাপে ২৫ মে ৫২টি; মোট ৪৮১টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে। বর্তমানে বাংলাদেশের আটটি বিভাগের অন্তর্গত ৬৪টি জেলায় মোট ৪৯৫টি উপজেলা রয়েছে। মিরপুরে 'কোদালের আঘাতে' রাজমিস্ত্রি নিহত ম যাযাদি রিপোর্ট রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় 'কোদালের আঘাতে' রুহুল আমিন (৩৫) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে পরিবার। রোববার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে পরিবারের ভাষ্য। পুলিশ বলছে, রুহুলকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন মো. হৃদয় নামে এক দিনমজুর। পরে তিনি তাকে উদ্ধার করেন। সকাল সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে রুহুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ঠিক কী ঘটেছে, তা তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের জন্য রুহুলের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রুহুলের বাবা মিরপুর মাজার কো-অপারেটিভ মার্কেটের পরিচ্ছন্নতাকর্মী আবুল হোসেন। তিনি বলেন, তার ছেলে পেশায় রাজমিস্ত্রি ছিল। রোববার সকালে ছেলে কাজের উদ্দেশ্যে বের হয়েছিল। তিনি যতটুকু জানতে পেরেছেন, ভাড়ায় একজন শ্রমিক নেওয়ার জন্য তার ছেলে মিরপুরের মুক্তবাংলা মার্কেটের সামনে গিয়েছিল। সেখানে তার পছন্দ করা এক শ্রমিককে আরেকজন নিতে চান। বিষয়টি তার ছেলে না মানায় দুজনের মধ্যে তর্কবিতর্ক, ধাক্কাধাক্কি হয়। পরে তার ছেলে যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন পেছন থেকে তার ঘাড়ে কোদাল দিয়ে আঘাত করেন অপরজন। এতে তার মৃতু্য হয়। রুহুলের বাড়ি বরিশাল জেলার বেতাগী উপজেলায়। সে মিরপুরের গুদারাঘাট এলাকায় পরিবার নিয়ে থাকত। তার স্ত্রীর নাম হিরা মণি। তাদের দুই বছরের একটি সন্তান আছে।