এলজিইডিতে নারী সম্মাননা
প্রকাশ | ০৯ মার্চ ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এলজিইডি 'শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা পুরস্কার' প্রদানের আয়োজন করে শুক্রবার। দিবসটি উপলক্ষে ১০ জন সফল নারীকে পুরস্কৃত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ শের আলী। মঞ্চে উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও সভাপতি এলজিইডি জেন্ডার ও উন্নয়ন ফোরাম মো. কামরুল আহসান, প্রকল্প পরিচালক ও সদস্য সচিব এলজিইডি জেন্ডার উন্নয়ন ফোরাম সালমা শহীদ। এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলীসহ এলজিইডির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠান উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি