গ্রিন ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজন

প্রকাশ | ০৯ মার্চ ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
'নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ' প্রতিপাদ্যকে ধারণ করে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ পরিবার। দিবসটি উপলক্ষে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উইমেন্স এম্পাওয়ারমেন্ট ফোরামের উদ্যোগে সংক্ষিপ্ত এক আলোচনা সভারও আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুলস্নাহ, রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন, সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল স্টাডিজের ডিরেক্টর ড. সিরাজুম মুনীরা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতিগত উন্নয়নে শুধু পুরুষ নয়, নারীর ভূমিকাও আজ সমানে সমান। তাছাড়া বাংলাদেশের নারীদের সাফল্যও আজ বিশ্বব্যাপী সমাদৃত। রাজনীতি, অর্থনীতি, কূটনীতি শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তাসহ সমাজের এমন কোনো স্তর নেই যেখানে নারীদের সরব উপস্থিতি নেই। তারা বলেন, নারীর উন্নয়ন ছাড়া একটি দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। নারীরা যত বেশি শিক্ষিত হবে সমাজব্যবস্থা তত দ্রম্নত এগিয়ে যাবে। এ সময় বক্তারা নারীর অধিকার রক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবেও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এর আগে দিনটি উদযাপনের অংশ হিসেবে বর্ণাঢ্য একর্ যালির আয়োজন করা হয়। এতে বিশেষ রঙের পোশাকে নারীরা অংশ নেন।র্ যালিতে নারীর পাশে দাঁড়াতে পুরুষরাও সমানভাবে অংশ নেন। পরে কেক কেটে বিশেষ এই দিন উদযাপন করেন উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা। সংবাদ বিজ্ঞপ্তি