সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে নানা আয়োজন

  ০৯ মার্চ ২০২৪, ০০:০০
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে নানা আয়োজন

'নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকালে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কেক কাটা, ফ্রি মেডিকেল হেলথ চেক-আপ ক্যাম্প ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

নারীর মুক্তির আন্দোলন হলো নারীর ক্ষমতায়ন উলেস্নখ করে বক্তারা বলেন, পুরুষদের পাশাপাশি নারীরা অনেক এগিয়ে যাচ্ছেন। নারীদের কাজের মূল্যায়ন করতে হবে, তাদের সম্মান প্রদর্শন করতে হবে। তাদের চলার পথ আরও সুন্দর করতে পুরুষের ভূমিকা রয়েছে। সমাজ ও দেশের উন্নয়নের জন্য নারী-পুরুষ একসঙ্গে সমানতালে কাজ করতে হবে। তাহলেই নারীর ক্ষমতায়ন এবং নারী দিবস পালন সার্থক হবে। বিশ্বের সব জায়গাই সবক্ষেত্রে নারীদের ভূমিকা রয়েছে।

উপস্থিত অতিথিরা এমন সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-কর্মকর্তাদের ধন্যবাদ জানান। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে