সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৯ মার্চ ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
বেইলি রোডের আগুন ক্ষতিগ্রস্তদের জন্য বিনামূল্যে কাউন্সিলিং সেবা ঢাবির ম যাযাদি রিপোর্ট বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিনামূল্যে মানসিক কাউন্সিলিং সেবা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগ। এর সঙ্গে সহযোগিতায় থাকবে বাংলাদেশ এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি সোসাইটি (বিইসিপিএস) এবং ইএমডিআর বাংলাদেশ অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কাউন্সিলিং সেবা পেতে আগ্রহীদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ফর্ম পূরণ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগে সরাসরি উপস্থিত হয়ে অথবা অনলাইনে সেবা নেওয়া যাবে। এই সেবা আগামী তিন মাস চলবে। বুটেক্সে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯০% ম বুটেক্স প্রতিনিধি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থী উপস্থিতির হার ছিল ৯০ শতাংশ। গত ২৪ ফেব্রম্নয়ারি লিখিত পরীক্ষার জন্য ৭৩১৪ জন যোগ্য প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হলে তাদের মধ্য থেকে ৫ মার্চ পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করেন ৬০৩২ জন। এবং সেখান থেকে পরীক্ষায় অংশ নেন ৯০ শতাংশ শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান বলেন, 'ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা লক্ষ করা যায়নি। পরীক্ষক এবং পরীক্ষাকেন্দ্রের সার্বিক দায়িত্বে থাকা সবাই অত্যন্ত সুন্দরভাবে নিজেদের দায়িত্ব পালন করেছেন। পরীক্ষার্থীদের উপস্থিতির হারও আশানুরূপ ছিল।' করোনায় একজনের মৃতু্য, শনাক্ত ৪৯ ম যাযাদি ডেস্ক দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃতু্য হয়েছে। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মৃতু্যর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৯২ জনে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৮ হাজার ৮৪৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে চলমান ৮৮৫টি পরীক্ষাগারে ২৪ ঘণ্টায় ৭৫৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে ৪৯ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৪৮ জন ঢাকার ও একজন চট্টগ্রাম জেলার বাসিন্দা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৪৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৩৫ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৫ হাজার ৮২০ জনে।