সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৮ মার্চ ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
বাংলাদেশিকে হত্যায় সৌদিতে ৫ পাকিস্তানির মৃতু্যদন্ড কার্যকর ম যাযাদি ডেস্ক বাংলাদেশি প্রবাসী হত্যাকান্ডে পাঁচ পাকিস্তানি নাগরিকের মৃতু্যদন্ড কার্যকর করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। স্থানীয় সময় বুধবার তাদের মৃতু্যদন্ড কার্যকর হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডেইলি পাকিস্তান। সৌদি কর্মকর্তাদের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, একটি প্রতিষ্ঠানে সশস্ত্র ডাকাতির সময় ওই পাঁচ পাকিস্তানি এক নির্দোষ ব্যক্তিকে হত্যা করে। নিহত ব্যক্তি ওই প্রতিষ্ঠানের নৈশপ্রহরী ছিলেন। ঘটনাটি রাজ্যের পূর্বাঞ্চলীয় প্রদেশে ঘটে, যেখানে অপরাধীদের আটক করা হয় এবং পরে সৌদি আইনের অধীনে বিচার করা হয়। অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাদের মৃতু্যদন্ড কার্যকর করা হয়। একই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ নিউজ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দোষী ব্যক্তিরা পাকিস্তানি নাগরিক। ডাকাতি করতে গিয়ে ওই বেসরকারি সংস্থার দুই প্রহরীকে বেঁধে রেখেছিলেন তারা। এ সময় প্রহরীরা বাধা দিলে একজনকে হত্যা করা হয়। নিহত প্রহরী বাংলাদেশি নাগরিক ছিলেন। এদিকে পাকিস্তানের সরকার এ মৃতু্যদন্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে মামলাগুলো পর্যালোচনা করার দাবি জানিয়েছে। চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো টিসিবি ম যাযাদি রিপোর্ট চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। অর্থাৎ আগের দাম ৭০ টাকাতেই চিনি বিক্রি করবে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি। এর আগে টিসিবি চিনির মূল্য ১০০ টাকা নির্ধারণ করেছিল। চিনির দাম বাড়ানোর একদিন পরই আবার আগের দামে ফিরে গেল টিসিবি। বৃহস্পতিবার সকালে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির এক অডিও বার্তায় সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে বুধবার ভর্তুকি মূল্যে বিক্রি করা সরকারি বিপণন সংস্থা টিসিবির চিনির দাম কেজিতে ৩০ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। জানা যায়, টিসিবি কার্ডধারী এক কোটি পরিবারের মধ্যে যে চিনি বিক্রি করে থাকে, তার দাম গতকাল কেজিতে ৩০ টাকা বাড়িয়েছিল। কিন্তু রোজার আগে এক লাফে চিনির দাম এতটা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়। ফলে ২৪ ঘণ্টার মধ্যে তারা সে সিদ্ধান্ত প্রত্যাহার করে আগের দাম ৭০ টাকাই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। মিরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল শিশুর ম যাযাদি রিপোর্ট রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ইলমা নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, শাহ আলী ই-বস্নকের ২ নম্বর সড়কে ইলমা তাদের বাসার সামনে দাঁড়িয়েছিল। তখন সেখানে একটি কাভার্ড ভ্যান থেকে মালপত্র নামানো হয়। কাভার্ড ভ্যানটি পেছন দিকে যাওয়ার সময় ইলমাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। কাভার্ড ভ্যানটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। ইলমার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।