স্কুলের পতাকা টানাতে
গিয়ে বিদু্যৎস্পৃষ্টে
শিক্ষার্থীর মৃতু্য
ম যাযাদি ডেস্ক
রাজধানীর কদমতলী পলাশপুর আইডিয়াল স্কুলের পতাকা টানাতে গিয়ে বিদু্যৎস্পৃষ্ট হয়ে মো. রিয়ান বাদশা (১৪) নামে এক শিক্ষার্থীর মৃতু্য হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতকে ঢামেকে নিয়ে আসা বুলবুল হোসেন জানান, রিয়ান পলাশপুর আইডিয়াল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। সকালে স্কুলের পতাকা টানাতে গিয়ে বিদু্যৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায়। বর্তমানে শনির আখড়া পলাশপুর ৫ নম্বর রোড এলাকায় থাকত।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃতু্যর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বেড়াতে নিয়ে গিয়ে
ছুরিকাঘাতে স্ত্রীকে
হত্যা
ম যাযাদি রিপোর্ট
রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মেট্রো রেলস্টেশনের নিচ থেকে এক নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর তার মৃতু্য হয়েছে। মঙ্গলবার রাতে মৃতু্যর আগে ওই নারী পুলিশকে বলেছেন, তার স্বামী রবিউল ইসলাম তাকে বেড়াতে নিয়ে এসে 'ছুরিকাঘাত করে' পালিয়ে যান। নিহত লতিফা আক্তারের (২৮) বাড়ি কক্সবাজারের তারাবুনিয়া এলাকায়।
তুরাগ থানার এসআই ইব্রাহিম মোলস্না বলেন, 'আমি জানতে পেরেছি তার স্বামী তাকে মারধর ও ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থা ফেলে রেখে যায়। আমরা মেট্রোরেল স্টেশনের তিন নম্বর খুঁটির কাছ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করি। হাসপাতালে নেওয়ার সময় ওই নারী বলেছেন, তার স্বামী তাকে দিয়াবাড়িতে বেড়াতে নিয়ে এসে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। রাত পৌনে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে
মৃত ঘোষণা করেন।'
রমজানে নতুন
সময়সূচিতে চলবে
প্রাথমিক বিদ্যালয়
ম যাযাদি রিপোর্ট
পবিত্র রমজানের প্রথম ১০ দিন খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়। রোজায় বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমের নতুন সময়সূচি নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন সময়সূচি
অনুযায়ী সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত স্কুলে ক্লাস চলবে। ১০ রমজান পর্যন্ত এ
নিয়মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু থাকবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সই করা এক পরিপত্রে এ রুটিন প্রকাশ করা হয়েছে।
বছরের শুরুতে প্রাথমিক বিদ্যালয় পবিত্র রমজানে ৩০ দিন ছুটি রেখে বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছিল। ৯ ফেব্রম্নয়ারি ছুটির তালিকায় সংশোধনী এনে রোজার
প্রথম ১০ দিন খোলা রাখার সিদ্ধান্ত জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।