৬৮টি পাকা ব্যারাক হাউজ হস্তান্তর করল নৌবাহিনী

প্রকাশ | ০৬ মার্চ ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলাস্থ উড়িরচরে গৃহহীন ও ছিন্নমূল জনগণের জন্য নির্মিত ৬৮টি পাকা ব্যারাক মঙ্গলবার স্থানীয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী। 'আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার' এ সেস্নাগানে উদ্দীপ্ত প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিক নির্দেশনায় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এই ব্যারাক হাউজসমূহ নির্মাণ করে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিটি ব্যারাকে ৫টি করে মোট ৩৪০টি ইউনিট রয়েছে। প্রতি ইউনিটে একটি করে গৃহহীন পরিবার থাকতে পারবে। প্রতিটি ব্যারাকে রয়েছে পৃথক রান্নাঘর এবং বাথরুম সুবিধা। নৌবাহিনীর নির্মিত আবাসন ব্যারাকগুলো জেলা প্রশাসকের প্রতিনিধির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় নৌবাহিনীর প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আইএসপিআর