রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল হাকিমকে বাসা থেকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার রাতে তাকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
দলটির পক্ষ থেকে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শতাধিক শ্রমিক রাতভর কামরাঙ্গীরচর থানার সামনে অবস্থান করে প্রায় ৭০ বছর বয়সি এই
শ্রমিক নেতার সন্ধান দাবি করে। তবুও থানা পুলিশ তাকে আটকের বিষয়টি অস্বীকার করে। সকালে শ্রমিকরা মিছিল করে কামরাঙ্গীরচর থানা ঘেরাও করে এবং চৌরাস্তা অবরোধ করেন। পরে দুপুর ১২টার দিকে পুলিশের পক্ষ থেকে শ্রমিক নেতা আব্দুল হাকিমকে আদালতে প্রেরণের কথা জানানো হয়। পরে জানা যায়, লালবাগ থানা থেকে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সড়ক অবরোধে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, সাংঠনিক সম্পাদক লিটন নন্দী, কেন্দ্রীয় নেতা জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সভাপতি শামসুজ্জামান হীরা ও সাধারণ সম্পাদক জলি তালুকদার শ্রমিক নেতা আব্দুল হাকিমের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তার বিরুদ্ধে আনা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং অবিলম্বে মুক্তি দাবি করেন তারা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১১ ফেব্রম্নয়ারি ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে চাঁদাবাজ ও কার্ড (অবৈধ রুট পারমিট টোকেন) ব্যবসায়ী সোহরাব গং অপকর্ম ও জুলুমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে স্মারক লিপি প্রদান করে। সেদিন রাতে চাঁদাবাজ সোহরাবকে তার এক সহযোগীসহ গ্রেপ্তার করে পুলিশ। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন শ্রমিক নেতা আব্দুল হাকিম।
কিছু দিন পরই গ্রেপ্তার চাঁদাবাজরা জামিনে বের হয়ে এসে কামরাঙ্গীরচর এলাকার ব্যাটারিচালিত যানবাহনের চালকদের ওপর পুনরায় সীমাহীন নির্যাতন চালানো শুরু করেন। এর প্রতিবাদে ৬ মার্চ সকালে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন কামরাঙ্গীরচরে শ্রমিক বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচিতে মাইক ব্যবহারের অনুমতির আবেদন নিজে থানায় দিয়ে আসেন আব্দুল হাকিম। সোমবার গভীর রাতে তাকে পুলিশ পরিচয়ে বাসা থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয়।