সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ০৫ মার্চ ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
মালয়েশিয়ায় ট্রেনের
ধাক্কায় মৃতু্য তিন
বাংলাদেশির
ম যাযাদি ডেস্ক
মালয়েশিয়ায় কমিউটার ট্রেনের ধাক্কায় তিন প্রবাসী বাংলাদেশির খবর এসেছে দেশটির
সংবাদমাধ্যমে। পাসপোর্ট দেখে তারা বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেলেও বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি স্থানীয় প্রশাসন।
মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, রোববার রাতে রাজধানী কুয়ালালামপুরের কাছে কাজাং কেটিএম পুনকাক উতামা জেড পাহাড়ে এ দুর্ঘটনা ঘটে।
সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেপিবিএম) পরিচালক মো. রাজালি ইসমাইল বলেন, রাত ১০টা ৫৩ মিনিটে তারা ওই দুর্ঘটনার খবর পান। তারপর কাজাং স্টেশন থেকে পাঁচজন উদ্ধারকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি আরও বলেন, 'নিহতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তারা পুরোপুরি ট্রেনের নিচে কাটা পড়েনি। ট্রেনের ধাক্কায় ছিটকে গিয়ে রেললাইনের পাশে পড়ে ছিল তাদের দেহ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি মেডিকেল টিম তাদের মৃত ঘোষণা করে।' এ ঘটনার পরবর্তী তদন্তের জন্য পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে জানান রাজালি।
সব শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী
প্রচারণার নির্দেশ
ম যাযাদি রিপোর্ট
মাদকমুক্ত দেশ ও সমাজ গড়ার লক্ষ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত শেষে নিয়মিত মাদকবিরোধী প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক তপন কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত শেষে নিয়মিত মাদকবিরোধী সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার নির্দেশনা অনুযায়ী অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হলো।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, স্কুল-কলেজসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচারণা জোরদার করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি জাতীয় সঙ্গীত শেষে নিয়মিত মাদকবিরোধী সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার উদ্যোগ গ্রহণ করবেন। এই নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়।
ঢামেকে দালাল ধরতে
র্
যাবের অভিযানে
৬৫ জন আটক
ম যাযাদি রিপোর্ট
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল ধরতের্ যাব-৩ এর তত্ত্বাবধানে অভিযান চালানো হয়েছে। অভিযানে দালাল সন্দেহে ৬৫ জনকে
আটক করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্তর্ যাব হাসপাতালের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, দুই দিন ধরে পর্যবেক্ষণের পর সোমবার সকাল থেকে অভিযান চালিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে ৬৫ জনকে আটক করা হয়। তারা বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগীদের ভাগিয়ে নিয়ে যেতেন, প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতেন। এমন কয়েকজনকেও আটক করা হয়েছে, যাদের কাছে কোনো পরিচয়পত্র এবং হাসপাতালে কেন এসেছেন- এমন প্রশ্নের উত্তর মেলেনি।
র্
যাব-৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতাল থেকে মোট ৬৫ জন দালালকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে পরবর্তী
আইনি ব্যবস্থা নেওয়া হবে।