বিজিবি দিবসের কুচকাওয়াজ আজ
অনুষ্ঠান পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
প্রকাশ | ০৪ মার্চ ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
'বর্ডার গার্ড বাংলাদেশ' (বিজিবি) দিবস-২০২৩ এর আনুষ্ঠানিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুচকাওয়াজ পরিদর্শন করবেন। বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিজিবি সদস্যদের পদক প্রদান করবেন তিনি।
রোববার বিকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সকাল সাড়ে ৯টায় ঢাকার পিলখানা বিজিবি সদর দপ্তরের বীরউত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান পরিদর্শন করবেন। পরে প্রধানমন্ত্রী বিশেষ ভাষণ দিবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচারিত হবে।