স্কুলে গণিত ও বিজ্ঞানের শিক্ষক হতে পারেন ডিপেস্নামা প্রকৌশলীরা :শিক্ষামন্ত্রী
প্রকাশ | ০৩ মার্চ ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
স্কুল পর্যায়ে নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষক সংকট মেটাতে গণিত ও বিজ্ঞানের শিক্ষক হিসেবে ডিপেস্নামা প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। শনিবার ইনস্টিটিউশন অব ডিপেস্নামা ইঞ্জিনিয়ার্সের (আইডিবি) মিলনায়তনে সংগঠনটির জেলা ও সার্ভিস অ্যাসোসিয়েশন প্রতিনিধি সম্মেলন এবং বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, 'শিক্ষক সংকট নিরসনে ডিপেস্নামা প্রকৌশলীদের কাজে লাগাতে এবং বর্তমান কারিকুলামে যে শিক্ষা দর্শন অ্যাক্টিভিটি বেইজ লার্নিং সেখানে যদি ডিপেস্নামা প্রকৌশলীদের অংশগ্রহণ বাড়াতে হবে। যেহেতু আমাদের চাহিদা আছে। ডিপেস্নামা প্রকৌশলীরা শিক্ষক হিসেবে গণিত ও বিজ্ঞানের শিক্ষক হিসেবে আসতে পারেন।'
শিক্ষামন্ত্রী বলেন, 'আমাদের নতুন কারিকুলাম অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গণিত ও বিজ্ঞানের অনেক শিক্ষক প্রয়োজন। শিক্ষকের সেই যোগ্যতার জায়গায়, আমাদের যে এত ডিপেস্নামা ইঞ্জিনিয়ার যারা পাস করেছেন, বিদ্যালয় পর্যায়ের গণিত ও বিজ্ঞান তাদের প্রায় সবার পড়ানোর মতো যোগ্যতা রয়েছে। আমরা মনে করছি, ৬০ হাজারের মতো গণিত ও বিজ্ঞানের শিক্ষকের অভাব রয়েছে। সেখানে আমাদের ডিপেস্নামা পাস করা ইঞ্জিনিয়ারদের নিয়োজিত করতে পারি বিশেষভাবে তাহলে আমাদের একটা বিশাল চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব। সেটা আমাদের বিবেচনায় আছে।'