৩য় সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি আর্চারি চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান বুধবার আর্মি স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ী আর্চারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী অনুষ্ঠিত রোমাঞ্চকর এ আর্চারি প্রতিযোগিতায় রাশিয়া, শ্রীলংকা, সেস্নাভেনিয়া, রোমানিয়া, কোরিয়া, পাকিস্তান, ইরান, জার্মানি, ফ্রান্স, ব্রাজিল, বেলারুশ ও বাংলাদেশসহ সর্বমোট ১২টি দেশের সশস্ত্র বাহিনীর ১০৭ জন আর্চার পুরুষ এবং মহিলা ক্রীড়াবিদ প্রতিযোগিতায় অংশ নেন।
প্রতিযোগিতায় ব্রাজিল সর্বোচ্চ ৬টি স্বর্ণ পদক এবং ফ্রান্স ৩টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্চ পদক পেয়ে শীর্ষ স্থান অধিকার করে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে সেনা, নৌ এবং বিমান বাহিনী কর্তৃক যৌথ সমন্বয়ে আয়োজিত ৩য় সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি আর্চারি প্রতিযোগিতা বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যতা এবং ভ্রাতৃত্ববোধের একটি অনন্য সুযোগ তৈরি করেছে। আইএসপিআর