বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ইন্টারন্যাশনাল ডে অফ মিলিটারি স্পোর্টস উদযাপন

  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ইন্টারন্যাশনাল ডে অফ মিলিটারি স্পোর্টস উদযাপন

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ইন্টারন্যাশনাল ডে অফ মিলিটারি স্পোর্টস-২০২৪ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ঢাকা সেনানিবাস এলাকায় একটির্ যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবের্ যালির উদ্বোধন করেন। এ সময় আমন্ত্রিত সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও অন্য সদস্যরা ছিলেন। ফ্রেন্ডশিপ থ্রো স্পোর্টস- এই মূলমন্ত্র নিয়ে ১৯৪৮ সালে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া সংস্থা (সিআইএসএম) প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশ সশস্ত্র বাহিনীও প্রতি বছর দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে। এমন উদ্যোগ সশন্ত্র বাহিনীর সব সদস্যের মধ্যে ক্রীড়া উদ্দীপনা, পারস্পারিক বোঝাপড়া এবং শান্তি বার্তা বহন করবে বলে আশা করা যায়। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে