ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের আন্ডার গ্রাজুয়েট কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এই ভর্তিযুদ্ধে অংশ নিয়েছেন ১ লাখ ১২ হাজারের বেশি শিক্ষার্থী।
শুক্রবার বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় সাড়ে ১২টায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও সাতটি বিভাগীয় পর্যায়ের বিশ্ববিদ্যালয়ে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ২ হাজার ৯৪৪ সিটের বিপরীতে আবেদন জমা পড়ে ১ লাখ ১২ হাজারের অধিক। সে হিসেবে প্রতিটি আসনের জন্য ৪২ জন শিক্ষার্থী লড়াই করেন।
ঢাবি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এ বছর ঢাবির চারটি ইউনিটে ৫ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন পড়েছে ২ লাখ ৭৮ হাজার ৯৯৬টি। সেই হিসাবে আসনপ্রতি ভর্তি হতে চান ৪৭ জন।